খুব সহজেই মাত্র চল্লিশ মিনিটেই ডেঙ্গুর নির্ধারণ করা সম্ভব, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : শীতের শুরুতেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ডেঙ্গু থাবা বসেছে। ইতিমধ্যেই ডেঙ্গিতে বলি হয়ে প্রাণ গিয়েছে অনেকের। শহর কলকাতা তো বটেই আশেপাশের বেশ কয়েকটি জেলায় কার্যত মহামারীর আকার ধারণ করেছে ডেঙ্গি। প্রাথমিকভাবে ডেঙ্গুর না ধরা পড়লে মাত্র চার পাঁচ দিনের মধ্যেই একটি জলজ্যান্ত জীবন শেষ হয়ে যেতে পারে।আর এভাবেই একের পর এক মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে।mosquitoes spread dengue fever

যদিও রাজ্য সরকারের তরফে স্থানীয় সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিত্সা করার জন্য বারবার প্রচার চালানো হচ্ছে কিন্তু তাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে তাই এবার ডেঙ্গু রোগ নিয়ে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। কম সময়ে ডেঙ্গু রোগ নির্ণয় করার জন্য নিয়ে আসা হলেও পলিবিয়াস চেইন রিঅ্যাকশন বা পিসিআর।

যদিও এখনও অবধি অ্যালাইজা পদ্ধতিতে ডেঙ্গি নির্ধারণ করা হয় কিন্তু এই পদ্ধতিতে শুধুমাত্র প্রথম তিনটি ধাপে ডেঙ্গুর নির্ধারণ করা সম্ভব একই সঙ্গে বেশ কয়েক ঘণ্টা লেগে যায় রিপোর্ট হাতে পেতে তবে এই নতুন পদ্ধতিতে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে ডেঙ্গু নির্ণয় সম্ভব হবে একই সঙ্গে নিখুঁত ভাবে ডেঙ্গু নির্ণয় করা সম্ভব বলেই জানাচ্ছেন চিকিত্সকরা।

এলাইজার থেকে অনেক উন্নতমানের এই পিসি আর যন্ত্রে হাসপাতালের বাইরে নিয়ে গিয়েও ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব। এই পিসিআর যন্ত্রের আরও একটি অন্যতম সুবিধা হল ব্লুটুথের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের সংযোগ করা যায় যার জন্য হাসপাতালের বাইরে যে কোনও সময় ব্যবহার করা যেতেই পারে। প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার অধীনস্থ তিনটি হাসপাতালে এই পিসিআর মেশিন দেওয়া হয়েছে তবে ক্রমশই এর সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে পুরসভা।

সম্পর্কিত খবর