সাদা কালো ছবিতে ঝকঝকে সুদর্শন এই যুবক এখন বাংলার দাপুটে অভিনেতা, চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক: নেটমাধ্যম এক বিচিত্র জায়গা। এখানে রোজ কতশত জিনিস যে ভাইরাল (Viral) হয় তার ইয়ত্তা নেই। বিশেষ করে অভিনেতা অভিনেত্রীরা কিছু পোস্ট করা মানেই তা অনুরাগীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর যদি তা হয় তাদের ছোটবেলার ছবি (Childhood Photo) তবে তা ভাইরাল হবেই হবে। সম্প্রতি এমনি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যা এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতার ছোটবেলাকার ছবি।

সাদা কালো কয়েকটি ছবি। ঘন এক মাথা চুল, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী তরুণকে দেখলেই বোঝা যায় বয়স বাড়লে আরো সুদর্শন হয়ে উঠবেন। তা তিনি হয়েছেনও। আর সেই সঙ্গে যেটা আরো বেশি ক্ষুরধার হয়ে উঠেছে সেটা হল তাঁর অভিনয় দক্ষতা। নিজের প্রতিভা দিয়ে দুই বাংলাতেই তিনি এমন ‘হাওয়া’ তুলেছেন যাতে শোরগোল পড়ে গিয়েছে চলচ্চিত্র জগতে।

chanchal

হ্যাঁ, ঠিক ধরেছেন। ছবির ওই তরুণ হলেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটবেলার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই শেয়ার করেছেন। সঙ্গে উল্লেখ করে দিয়েছেন প্রতিটি ছবি তোলার সালটা। একটি তোলা ১৯৯০ সালে, একটি ৯২ তে আর তিন নম্বরটি তোলা ৯৪ সালে।

বাংলাদেশি অভিনেতা হলেও এপার বাংলাতেও চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ‘কারাগার’ এবং ‘হাওয়া’র পরে তাঁর খ্যাতি আকাশ ছোঁয় টলিউডে। কলকাতায় হাওয়া মুক্তির পর ছবিটি দেখার জন্য এবং চঞ্চল চৌধুরীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে। পরবর্তীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী।

Chanchal chowdhury actor

আগামীতে অভিনেতাকে নিজের করে পাবে টলিউড। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে চঞ্চল চৌধুরীকে। এটি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক হতে চলেছে। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মনামী ঘোষকে। পরিচালক মৃণাল সেনের ঘরণী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর