কংগ্রেস আমলে তৈরি সংখ্যালঘু কল্যাণ মন্ত্রক কী অবসানের পথে? নকভির ভবিষ্যৎ নিয়েও তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ এবারের রাজ্যসভায় সম্ভবত আর স্থান পাবেন না কেন্দ্রীয় মন্ত্রিসভার বিজেপির একমাত্র সংখ্যালঘু নেতা মুখতার আব্বাস নকভি। ফলে পরবর্তী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর আদৌ কোনো স্থান হবে কিনা, সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে এক বিস্তর জল্পনা।

উল্লেখ্য, রাজ্যসভার সদস্য হিসেবে আব্বাস নকভির সময়সীমা শেষ হবে 27 শে জুলাই। এই অবস্থায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে, সেই নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এমনকি পরবর্তীতে মুসলিম রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টিতে নকভির গ্রহণযোগ্যতা নিয়েই জন্ম নিয়েছে একাধিক বিতর্ক।

এর মাঝেই 2017 সালে গুজরাটে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু পরিষদের সভায় এক রাজনৈতিক বিশ্লেষকের একটি দাবি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। যেখানে তিনি বলেন, “কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই।” আর বর্তমান সময়ে দাঁড়িয়ে তার এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। তবে বিজেপি দলের দ্বারা এসকল বিতর্ককে উড়িয়ে দিয়ে অপর এক দাবি তুলে ধরা হয়েছে।

jpg 20220605 181900 0000

বিজেপির মতে, “পরবর্তীকালে নকভিকে কোন বড় দায়িত্ব দেওয়া হতে চলেছে। অপর এক মহলের কথায়, “আব্বাস নকভির নাম উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তুলে ধরা হতে পারে অথবা যেকোন রাজ্যের রাজ্যপাল পদে নিয়োগ করা যেতে পারে তাঁকে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর