করোনার কারণে বিয়ে বাতিল হলেই মিলবে ১০ লক্ষ টাকা! রইল বিস্তারিত

বাংলাহান্ট ডেস্কঃ করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ পেরিয়ে, লকডাউন পর্ব পেরিয়ে কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল পৃথিবী। কিন্তু এরই মাঝে আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে ওমিক্রন আতঙ্ক। যার ফলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন অনেকেই। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখে আবারও নতুন করে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছিল মানুষজন। এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতে বিয়ের তোরজোড়ও শুরু করে দিয়েছেন অনেকেই।

কিন্তু এরই মধ্যে রাজধানী দিল্লীতে কোন বিয়ের অনুষ্ঠান বা অন্য কোন অনুষ্ঠানে একসঙ্গে ২০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে এমন অনেকেই আছেন যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে করা বিয়ের বুকিং বাতিল করছেন। আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতি হলেও, তাঁরা তারিখ পিছিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে চিন্তার কিছু নেই। করোনার জন্য বিয়ে বাতিল হলে ১০ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন আপনিও।

bride annulled the marriage before giving Sindurdan in jharkhand

বিয়ের তোরজোড় অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। বেশ কিছুদিন আগে থেকেই ব্যাংকুয়েট হল, ম্যারেজ হল, ফার্ম হাউস ইত্যাদির বুকিং শুরু হয়ে যায়। তারউপর ক্যাটারিং থেকে শুরু করে, বিয়ের নানা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই ধীরে ধীরে এগোতে থাকে দুইপক্ষই। আর যদি করোনার কারণে মাঝপথে সেই বিয়ের কাজ পিছিয়ে যায়, তাহলে দুই বাড়িকেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময়ই দেখা যায়, অগ্রিম দেওয়া অর্থ আর ফেরত দিতে চায় না কর্তৃপক্ষ।

এক্ষেত্রে অনেক বীমা কোম্পানি বিয়ের বীমাও করিয়ে থাকে। কিছু বিষয়ের উপর বীমা আগে থেকেই তৈরি করা থাকে।
যেমন- ক্যাটারিং, বিয়ে বাড়ি বুকিং, ট্রাভেল এজেন্সি, বিয়ের কার্ড ছাপানো, সাজসজ্জা এবং সঙ্গীত, বিবাহের স্থান ইত্যাদির উপর। আপনি কতোটা বিমা করবেন, তারউপর ভিত্তি করে বীমার পরিমাণ নির্ধারণ করা হয়। বিয়ের তারিখ পরিবর্তীত হলে মাত্র 0.7 শতাংশ থেকে 2 শতাংশ পর্যন্ত প্রিমিয়াম নেওয়া হয়। ১০ লক্ষ টাকার জন্য বীমা করলে, প্রিমিয়াম দিতে হবে ৭৫০০-১৫০০০ টাকা করে।

এছাড়া যদি আতঙ্কবাদীদের আক্রমণ, ধর্মঘট, হঠাৎ বিয়ে ভেঙে যাওয়া, বর অপহরণ, বর কনে ফ্লাইট বা ট্রেন মিস করে, পোশাক বা ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষতি, স্থান পরিবর্তন, বৈদ্যুতিক বা যান্ত্রিক ত্রুটি, ক্ষতি করা বা আত্মহত্যা করা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বীমার অর্থ পাওয়া যাবে না। তবে বীমা করার আগে, বিয়ের আনুমানিক একটা খরচ বীমা কোম্পানিকে দিতে হবে। আর ক্ষতি বা সময় পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানিকে জানাতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর