কবে, কখন আর কীভাবে কমবে পেট্রোল-ডিজেলের দাম! বাতলে দিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। এই অগ্নিমূল্যের বাজারে পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Sing Puri) বলছেন, ‘যতক্ষণ না পেট্রোলকে GST-র আয়ত্তায় আনতে দিচ্ছে রাজ্য সরকার, ততক্ষণ অবধি পেট্রোপণ্যের দাম কমা সম্ভব নয়’।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাজ্য সরকারের জারি করা ট্যাক্সের কারণে রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্র সরকার পেট্রোলের উপর ৩২ টাকা প্রতি লিটারে কর নেয়। যখন কাচাতেলের দাম ব্যারেল প্রতি ১৯ ডলার ছিল, তখনও এই একই কর নিত। এমনকি দাম যখন ৭৫ টাকা ব্যারেল প্রতি হয়েছে, তখনও একই কর নিত। এই অর্থ কেন্দ্রীয় সরকার রেশন, ঘর এবং উজ্জ্বলা স্কিম, বিনামূল্যে এলপিজি, কৃষক এবং সাধারণ মানুষের জন্য চালু করা নান স্কিমে কাজে লাগায়’।

1604675371 5fa5672bdccee petrol

সূত্রের খবর, পেট্রোল যদি GST-র আয়ত্তায় একবার চলে আসে, তাহলে লিটার প্রতি ৭৫ টাকা করে হয়ে যাওয়া সম্ভব। যাতে করে বেশ কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ, কমবে চাপের বোঝা।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে লক্ষ্ণৌতে আয়োজিত এক অনুষ্ঠিত জিএসটি বৈঠকে পেট্রোলকে GST-র আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু সেখানে সরকারের বিরুদ্ধে তৃণমূল সহ বেশকিছু বিজেপি চালিত রাজ্যও বিরোধীরা করেছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর