বিয়ে করা গেলে স্কুলও খোলা হোক, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ের পিঁড়িতে শিক্ষক

বাংলাহান্ট ডেস্ক : করোনা পরিস্থিতিতে অবহেলিত হচ্ছে শিক্ষা। দিনের পর দিন স্কুলগুলি বন্ধ থাকায় কার্যতই প্রশ্নের মুখে শিশুদের ভবিষ্যৎ। এহেন অবস্থায় স্কুলগুলি খোলার দাবিতে অভিনব এক পন্থা বেছে নিলেন আলিপুরদুয়ারের শিক্ষক। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বসলেন নিজের বিয়ের পিঁড়িতে।

জানা গিয়েছে, পেশায় শিক্ষক অসীম দাস আলিপুরদুয়ারের বাসিন্দা। সেই জেলারই কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তিনি। গতকালই বিয়ে সারেন ওই শিক্ষক। বিয়ের পিড়িতে বসলেও তাঁর মুখে ছিল মাস্ক, সঙ্গে গলায় ঝোলা প্ল্যাকার্ডে লেখা, ‘আমরা সমস্ত করোনা বিধি মেনে বিয়ে করতে পারলে স্কুলগুলিকেও খুলে দেওয়া হোক।

তিনি জানিয়েছেন, ‘রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যে স্কুল ছাড়া চালু রয়েছে প্রায় সবই। অথচ দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে শিশুরা। প্রশ্নের মুখে তাদের ভবিষ্যৎ। অনেক জায়গাতেই শিশুদের বাইরে পড়ার সুযোগ বা ক্ষমতা নেই। তাদের কী হবে? আমরা তো প্রতি মাসে নিয়ম করে মাইনে পাচ্ছি। কিন্তু এবার খুলে দেওয়া হোক স্কুলগুলি।’ স্বাস্থ্যবিধি মেনে বাকি সব চালানো গেলে স্কুল কেন বন্ধ এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি।

স্যোশাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয় তাঁর বিয়ের ছবি গুলি। এই অভিনব প্রতিবাদ কৌশল নজর কেড়েছে অনেকেরই। তাঁর এই সদিচ্ছাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর