“বাবার ৫০ শতাংশ হয়ে দেখাও…..” সচিন পুত্র অর্জুনকে নিয়ে বড় মন্তব্য কপিল দেবের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে থাকলেও চলতি মরশুমের আইপিএলে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। মাঝে মুম্বাইয়ের ফর্ম যখন এই বছর চূড়ান্ত খারাপ যাচ্ছিল তখন তাকে দলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। নেটে তার দুরন্ত বোলিং দেখে এই দাবি তুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা। কিন্তু মরশুমের ১৪টি ম্যাচ খেলার পরও অভিষেকের সুযোগ পাননি এই তরুণ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগেই টুর্নামেন্টের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। মনে করা হচ্ছিলো যে শেষ ম্যাচে ২১শে মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অর্জুনের আইপিএলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড। তাকে অর্জুনকে একাদশে জায়গা না পাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল৷ প্রাক্তন কিউয়ি পেসার জবাবে বলেছেন যে অর্জুনকে তার ব্যাটিং এবং ফিল্ডিং উন্নত করতে কঠিন পরিশ্রম করতে হবে। বন্ডের মতে “তার এখনও কিছু শেখা বাকি আছে। দলে জায়গা পাওয়ার আগে তাকে তার ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে।”

kapil and sachin

এবার এই বিষয়ে মন্তব্য কড়েছেব ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব বলেছেন যে অর্জুন সর্বদা তার উত্তরাধিকারের কারণে কিছুটা অতিরিক্ত চাপ অনুভব করবেন। তার বাবা কিংবদন্তি সচিন টেন্ডুলকার যে পর্যায়ে নিজেকে তুলে নিয়ে গিয়েছিলেন সেখানে ও তো বটেই, আধুনিক দিনের কোনও শ্রেষ্ঠ ব্যাটারের পক্ষেও পৌঁছনো মুশকিল। তাই কপিল জানিয়েছেন যে অর্জুনকে তার বাবার সাথে তুলনা করা উচিত নয় এবং এখন তাকে শুধু ক্রিকেট উপভোগ করতে দেওয়া উচিত। কপিলের মতে সচিন ক্রিকেটে যা যা অর্জন করেছেন, তার ৫০ শতাংশও যদি অর্জুন অর্জন করতে পারে তাহলে সেটাই একটা বিশাল বড় কৃতিত্ব হবে।

অর্জুন, যিনি গত কয়েক বছর ধরে নেট বোলার হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডের অংশ ছিলেন, আইপিএল ২০২১-এ পাঁচবারের চ্যাম্পিয়নরা নিলামে তাকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিল৷ কিন্তু গত সংস্করণে তার মাঠে নামা হয়ে ওঠেনি। এই বছরের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নেওয়া হয়েছিল। ছেলের মুম্বাই ইন্ডিয়ান্স দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং সচিন টেন্ডুলকার। তিনি অর্জুনকে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে দেখতে চাইছিলেন কিনা প্রশ্নের জবাবে সচিন বলেন, “আমি কি ভাবি বা চাই সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি ওকে সবসময় বলি তোমার রাস্তাটা যথেষ্ট কঠিন হবে। কিন্তু পরিশ্রম করলে সাফল্য আসবে। আর দল নির্বাচনের ব্যাপারে আমি থাকি না। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার যে তারা কাকে সুযোগ দেবেন।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর