বড়দিনের ছুটিতে দিঘা গেলে আগেই হন সাবধান! এই নিয়ম না মানলেই পড়বেন মহাবিপদে

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই বড়দিন ও নতুন বছরের ছুটিতে মেতে উঠতে চলেছে প্রত্যেকে। এদিকে, এই সময়টাতে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। আর স্বল্প ছুটিতে টুক করে কোথাও বেড়িয়ে আসা মানেই বাঙালির কাছে প্রথমে যে ডেস্টিনেশনের কথা মাথায় আসে তা হল দিঘা (Digha)। এমতাবস্থায়, আপনিও যদি দিঘা যাওয়ার পরিকল্পনা করে রাখেন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মূলত, এবার দিঘায় আসা পর্যটকদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়মাবলী নির্ধারণ করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। শুধু তাই নয়, নির্ধারিত ওই নিয়মগুলি না মানলে মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে আপনাকে। পাশাপাশি, দিঘার সমুদ্র পাড়ের ঝাউবনের ধারে পিকনিক করতে গেলেও এবার হতে হবে সতর্ক। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

ইতিমধ্যেই ডিসেম্বর মাসের প্রথম রবিবারে বিপুলসংখ্যক পর্যটকদের দেখা মিলেছে দিঘায়। অর্থাৎ, বড়দিন এবং নতুন বছরের আবহে চলতি বছরে দিঘায় যে পর্যটকদের ঢল নামতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, এবার থেকে দিঘায় গেলে জরিমানা এড়াতে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে পর্যটকদের। জানা গিয়েছে, এবার দিঘায় আগত পর্যটকেরা পিকনিকের সময়ে থার্মোকলের পাতা-গ্লাস কিংবা প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতে পারবেন না। শুধু তাই নয়, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললেও হবে জরিমানা।

ইতিমধ্যেই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পিকনিক স্পটগুলিতে ডাস্টবিনের ব্যবস্থা করেছে। সেখানেই সমস্ত আবর্জনা ফেলতে হবে। পাশাপাশি, এই ব্যাপারে পর্যটকদের সতর্ক করতে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ একগুচ্ছ নির্দেশিকা হোর্ডিং আকারে দিঘার বিভিন্ন জনবহুল এলাকায় লাগিয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছেন যে, দিঘাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতেই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।

1666522706 digha 1

পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন যে, ”আমাদের আধিকারিকরা ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছেন। কোনো পর্যটক এই সংক্রান্ত নিয়ম ভাঙলেই তাঁকে জরিমানা করা হবে। পুলিশও এই ব্যাপারে প্রয়োজনীয় নজরদারি চালাচ্ছে।” পাশাপাশি, দিঘার রাস্তাঘাট থেকে শুরু করে বসার জায়গা সহ সমস্ত স্থানই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর