হয়ে যান সতর্ক! স্বাধীনতা দিবসের দিন গাড়িতে তেরঙ্গা লাগালেই সোজা পৌঁছবেন জেলে, আগেভাগে জানুন নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। ইতিমধ্যেই এই দিনটিকে পালন করার জন্য বিভিন্ন তোড়জোড় শুরু হয়েছে সর্বত্র। পাশাপাশি, অনেকে আবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁদের গাড়িতেই তিরঙ্গা লাগিয়ে দেন। কিন্তু আপনি কি জানেন এই কাজের ফলে আপনার বড় ক্ষতি হতে পারে? এমনকি, আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। মূলত, বর্তমানে রাস্তাঘাটে যত্রতত্র তেরঙ্গা বিক্রি হচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি আপনার গাড়িতে লাগানোর জন্য তেরঙ্গা কিনে থাকেন সেক্ষেত্রে সাবধান হন! না হলে আপনাকে পস্তাতে হবে।

ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড: জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড অনুসারে, কেবলমাত্র কিছু বিশেষ ব্যক্তির গাড়িতে পতাকা লাগানোর অধিকার রয়েছে। এমতাবস্থায়, আপনি যদি তাঁদের মধ্যে একজন না হয়ে গাড়িতে তেরঙ্গা লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। উল্লেখ্য যে, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোডটি ২১ বছর আগে অর্থাৎ ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে। এই নিয়মগুলিতে কারা গাড়িতে পতাকা লাগাতে পারেন এবং এটির জন্য তাঁদের বিশেষ অধিকার দেওয়া হয়েছে কিনা সেই বিষয়গুলি উপস্থাপিত করা হয়েছে।

গাড়িতে তেরঙ্গা লাগানোর অধিকার কেবলমাত্র এই বিশেষ ব্যক্তিদের রয়েছে: মূলত, দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট, লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার, রাজ্যসভার ডেপুটি স্পিকার, রাজ্যপাল, ডেপুটি গভর্নর, মুখ্যমন্ত্রী, লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার, এবং প্রধান বিচারপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের গাড়িতে তেরঙ্গা লাগানোর অধিকার রয়েছে। এমতাবস্থায়, এছাড়াও যদি অন্য কোনো গাড়িতে তেরঙ্গা লাগিয়ে রাখা হয় সেক্ষেত্রে পুলিশ চালান জারি করতে পারে এবং ওই ব্যক্তির জেল পর্যন্ত হতে পারে।

পতাকা উত্তোলনের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০০৪ সালেই দেশের মানুষকে বাড়িতে তেরঙ্গা উত্তোলনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। অর্থাৎ, তার আগে পর্যন্ত সাধারণ মানুষ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন না।

if you put the tricolor on your car, you will reach Jail

পাশাপাশি, এখন রাতেও তেরঙ্গা উত্তোলন করা যায়। ২০০৯ সালের আগে রাতের অন্ধকারে কাউকে পতাকা উত্তোলনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি। তবে, ২০০৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রক কিছু শর্ত সাপেক্ষে রাতে তেরঙ্গা উত্তোলনের অনুমতি দেয়। যেটির প্রথম শর্ত ছিল রাতে পতাকা উত্তোলনের সময় আলোর এমন ব্যবস্থা করতে হবে যাতে সেখানে রাতের প্রভাব খুব একটা বেশি না থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর