মসজিদের জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ পুরপিতার বিরুদ্ধে! চাঞ্চল্য মুর্শিদাবাদে

বাংলা হান্ট ডেস্কঃ অতীতে একাধিকবার অভিযোগ উঠেছিল আর বর্তমানেও মসজিদের জায়গা দখল করে জোরপূর্বক অবৈধ নির্মাণ গড়ে তোলার অভিযোগ উঠল বাংলার বুকে। বর্তমানে এই অভিযোগের দরুণ  মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর পুরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই অভিযোগটি উঠেছে পুরসভার বিরুদ্ধে।

অভিযোগ, এলাকার পুরপিতা নাড়ুগোপাল মুখার্জি এবং কাউন্সিলর অপর্ণা শর্মার তত্ত্বাবধানে মসজিদের জমির উপর বেআইনিভাবে নির্মাণ কাজ চালানো হচ্ছে। এক্ষেত্রে কাজের জন্য বহরমপুর পুরসভার খাগড়া বাইশ পল্লী এলাকাকে বেছে নেওয়া হয়েছে। উক্ত স্থানে একটি মসজিদের জমিতে চালানো হচ্ছে নির্মাণ কার্য। জানা গিয়েছে যে, সেখানে সরকারি কাজ চলছে। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর ওয়াকফ বোর্ড মুর্শিদাবাদ জেলার সুপারভাইজারি কমিটির সদস্য এই প্রসঙ্গে হস্তক্ষেপ করেন। তবে তাঁর কথা শোনা তো দূরের কথা, বরং কাজ বন্ধ করার ব্যাপারে সাফ মানা করে দেন নাড়ুগোপাল মুখার্জি।

সূত্রের খবর, পুরসভায় আলোচনার মাধ্যমে কোন সমাধানের রাস্তা না ফেরানোর ফলে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি। স্বাভাবিকভাবেই প্রায় ৫ কোটি অর্থের সম্পত্তিতে কিভাবে সরকার অবৈধ নির্মাণ গড়ে তুলতে পারে, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

Berhampore municipality

এই প্রসঙ্গে এক মানবাধিকার কর্মী জানান, “বহরমপুর পুরসভায় যে কাজ হচ্ছে, তা বেআইনি। তবে পুরসভা নিজেদের ইচ্ছামতো কাজ বন্ধ না করলে মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। কোনোভাবেই এই বেআইনি নির্মাণকে হতে দেওয়া যাবে না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর