আমি ট্রাম্প নই, অর্থনীতির জন্য মানুষকে বলি দিতে পারি নাঃ লকডাউন ইস্যুতে সরব উদ্ধব ঠাকরে

বাংলাহান্ট ডেস্কঃ দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বর্তমান পরিস্থিতি এবং সেই সঙ্গে লকডাউনের বিষয়ে নানান মন্তব্য করেন। পাশাপাশি রাম মন্দির নির্মানের বিষয়েও সরব হলেন।

আমি ট্রাম্প নই
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসিন হওয়ার পর থেকে এই প্রথম সাক্ষাৎকার দিলেন উদ্ধব ঠাকরে। রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের কাছে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি ট্রাম্প নই। আমি কখনই লকডাউনের বিরোধিতা করিনি। তবে লকডাউন জারী রেখে কিছু কিছু জিনিস খুলে দেওয়ার কথা বলেছি। যেগুলি একবার খোলা হবে, সেগুলি আর বন্ধ না করে ধাপে ধাপে এগোতে চাইছি। এইসময় অর্থনীতি এবং স্বাস্থ্য দুটোর মধ্যেই ভারসাম্য বজায় রেখে এগোতে হবে’।

2020 4largeimg 689036951

সেইসঙ্গে তিনি জানান, ‘তাড়াহুড়ো করে কিছু করতে নেই। লকডাউন সম্পূর্ণ তুলে দিলে মানুষ আরও বেশি আক্রান্ত হয়ে পড়বে। তখন তাঁর দায় নেবে কে? তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সে কথা হয়। তিনি সবরকম সহায়তা করছেন’।

মার মন্দির নির্মানের বিরোধিতা
অযোধ্যায় নির্মিত হতে চলে রাম মন্দিরের বিষয়ে তিনি বলেন, ‘শারদ পাওয়ারের সাথে আমি সম্পূর্ণ একমত। এই সংকটের পরিস্থিতিতে অযোধ্যার রাম মন্দির তৈরি আরও করোনা সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। এতে করে সংক্রমণ কমবে না। রোগীদের সুস্থ করতে চিকিৎসক, নার্স এবং চিকিৎসার পরিবেশ সরঞ্জাম প্রয়োজন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর