কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ধর্মঘটের ডাক চিকিৎসকদের, বিপাকে রোগীরা

বাংলা হান্ট ডেস্ক: করোনা মহামারীর ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থা এমনিতেই বড় ধাক্কা খেয়েছে। এরই মাঝে কেন্দ্রের এক সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। কিছুকাল আগে কেন্দ্র এক নির্দেশিকায় জানায়, এবার থেকে স্নাতকোত্তর আয়ুর্বেদিক চিকিৎসকরাও অপারেশন করতে পারবেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)।

কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি ও করোনা চিকিৎসা বাদে সবধরনের চিকিৎসা পরিষেবায় ধর্মঘট ডেকেছে আইএমএ। যদিও এমার্জেন্সি, ক্যাজুয়াল্টি, লেবার রুম ও এমার্জেন্সি অপারেশন ডিউটি পালন করা হবে। এছাড়া আইসিইউ ও সিসিইউতেও কোনও ধর্মঘট পালন করা হবে না।

গত মাসে এক নোটিস জারি করে কেন্দ্র জানায় এবার থেকে স্নাতকোত্তর আয়ুর্বেদিক চিকিৎসকরা ছোট টিউমার, গ্যানগ্রিন বা ছোট ধরণের অপারেশন করতে পারবেন। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ চিকিৎসকরা। তারা এই দুই ভিন্ন ধারার চিকিৎসা পদ্ধতিকে মিলিয়ে দেওয়ার বিপক্ষে।

তারা বলছেন আধুনিক চিকিৎসা শাস্ত্রের সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসার কোনও মিল নেই। আর আয়ুর্বেদিক চিকিৎসকদের এই সব অপারেশন করার আধুনিক পদ্ধতিও জানা নেই। একই সঙ্গে সকল চিকিৎসকদের অন্য কোনও চিকিৎসা পদ্ধতির ছাত্রদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান না শেখানোরও আবেদন করেছে আইএমএ।

সম্পর্কিত খবর