ভারত পাক উত্তেজনার মধ্যেই সেনাপ্রধানকে নিয়ে নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে ইমরান খান

দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক পাকিস্তানের৷ সেই সম্পর্ক আরও তিক্ততর হয়ে উঠেছে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর৷ দীর্ঘদিন ধরেই কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে, তাই সংবিধান থেকে 370, 35এ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর ভারতকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইমরান সরকার৷ তবে আবার শুক্রবার নতুন করে ভারতকে যে কোনও প্ররোচনার জবাব দিতে তৈরি পাকিস্তান এমনটাই জানাল পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীকে নিয়ে শুক্রবার নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে এসে পাক প্রধানমন্ত্রীর আরও বলেছেন পাক অধিকৃত কাশ্মীরের নিরাপরাধ মানুষদের লক্ষ্য করছে ভারত তাই মানবাধিকার লঙ্ঘন করে ভারতের এই অত্যাচারের জন্য কাশ্মীরিদের পাশে রয়েছে পাকিস্তান৷ উপত্যকায় সর্বদা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান তাই ইতিমধ্যেই লস্কর ই তইবার জঙ্গি অনুপ্রবেশ করিয়েছে৷ শুক্রবার পাকিস্তানের শহীদ দিবস উপলক্ষে নিয়ন্ত্রণ রেখা সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী৷ তার পর সেনা কর্তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ রেখার সমস্ত খবরা খবর শুনে তা পরিদর্শন করেন তিনি৷

আর নিয়ন্ত্রণরেখা পরিদর্শনে গিয়ে আবারও ভারতকে হুঁশিয়ারি দিলেন ইমরান খান৷ উল্লেখ্য কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে একবার নয় বারবার মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান৷ তাই আন্তর্জাতিক মহলে কোণঠাসা না করতে পারলেও একা হাতে ভারতকে যে কোনও মূল্যে দমাতে মরিয়া হয়ে উঠেছে ইমরান খান৷তাই তো কয়েক দিন আগেই, কাশ্মীর নিয়ে যত দূর যেতে হয় তত দূর যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী৷ যদিও পাকিস্তানের হুঁশিয়ারি মোটেও চিন্তিত নয় ভারত৷

সম্পর্কিত খবর