সমস্ত ফার্মেটে পাকিস্তান দল থেকে ছেটে ফেলা হল অধিনায়ক সরফরাজ আহমেদকে।

সম্প্রতি বেশ কিছু মাস ধরে চূড়ান্ত ব্যার্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। তার প্রমাণ আরও ভালো ভাবে পাওয়া গেল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কার কাছে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর তারপরেই হারের সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে অধিনাকত্ব ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে। আর তারপরেও অধিনাকত্ব না ছাড়ায় এবার পাকিস্তান ক্রিকেট দল থেকে ছেটে ফেলা হল সরফরাজ আহমেদকে।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের দল থেকে বাদ দেওয়া হয়েছে সরফরাজ আহমেদ কে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সরফরাজ কে ওয়ানডে তে অধিনাকত্ব ছাড়ার কথা বলা হয়েছিল কিন্তু সেটা না করার জন্য তাকে দল থেকে ছেটে ফেলা হল। শুধু ওয়ানডে নয় অস্ট্রেলিয়া সিরিজের সমস্ত ফর্মেটেই বাদ দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে।

885712189849d0b3ee08b0467e7092dd579f8aa3

কিছুদিন আগেই পাকিস্তানের হেড কোচ এবং প্রধান নির্বাচক হিসাবে নিযুক্ত হয়েছেন মিসবা উল হক। আর পাকিস্তান দলের হাল ধরেই মিসবা চটে যায় সরফরাজের উপর। কঠিন পরিস্থিতিতে সরফরাজ যেমন ভাবে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছেন তাতেই রুষ্ট হয়েছেন পাক কোচ মিসবা উল হক। আর তাই পাকিস্তানের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খানের সাথে কথা বলে সরফরাজ কে দল থেকে সরিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর