এপ্রিলে দেশের একাধিক জায়গায় কমল পেট্রোল-ডিজেলের দাম! প্রতি লিটার মিলছে এত টাকায়

বাংলা হান্ট ডেস্ক: শনিবার অর্থাৎ ১ এপ্রিল থেকেই ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হয়ে গেল। এমতাবস্থায়, নতুন অর্থবর্ষের প্রথম দিনেই গ্রাহকদের জন্য এল স্বস্তির খবর। মূলত, শনিবার অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরেও, দেশের একাধিক শহরে পেট্রোল এবং ডিজেলের দামে (Petrol-Diesel Price) পতন পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, দেশের চারটি মেট্রো শহরের মধ্যে, দিল্লি, মুম্বাই এবং কলকাতায় জ্বালানির দামে কোনো পরিবর্তন না ঘটলেও চেন্নাইতে পেট্রোল এবং ডিজেলের দাম হ্রাস পেয়েছে। উল্লেখ্য যে, চেন্নাইতে পেট্রোলের দাম ১৭ পয়সা এবং ডিজেলের দাম ১৬ পয়সা কমে প্রতি লিটারে যথাক্রমে ১০২.৬৩ টাকা এবং ৯৪.২৪ টাকা হয়েছে। এছাড়াও, গুরুগ্রাম, লখনউর মত একাধিক বড় শহরেও পেট্রোল এবং ডিজেলের দামে পতন ঘটেছে।

বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অপরিশোধিত তেলের দামে আজ উর্ধ্বমুখী রেশ পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই WTI অপরিশোধিত তেলের দাম ১.৭৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৫.৬৭ ডলারের আশেপাশে লেনদেন করছে। এদিকে, শনিবার ব্রেন্ট ক্রুড অয়েল ০.৬৩ শতাংশের সামান্য পতনের সাথে ব্যারেল প্রতি ৭৯.৭৭ ডলারে লেনদেন করছে।

আজ কোন কোন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়েছে:
* নয়ডায় পেট্রোল এবং ডিজেলের দাম ১ পয়সা বৃদ্ধি পেয়েছে। আপাতত সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৭.৫৯ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা।
* গুরুগ্রামে পেট্রোলের দাম ১ পয়সা কমে প্রতি লিটার ৯৬.৮৪ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ডিজেলের দাম ১ পয়সা বৃদ্ধি পেয়ে তা প্রতি লিটারে ৮৯.৭২ টাকায় বিক্রি হচ্ছে।
* রাজস্থানের জয়পুরে পেট্রোলের ক্ষেত্রে ৯৪ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে ৮৫ পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। আপাতত সেখানে প্ৰতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ১০৯.৩৯ টাকা এবং ৯৪.৫৫ টাকা।

দেশের চার মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দাম:
১. দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা প্রতি লিটার।
২. মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা প্রতি লিটার।
৩. কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৫ টাকা প্রতি লিটার।
৪. চেন্নাই- পেট্রোল ১০২.৬৩টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা প্রতি লিটার

Petrol

প্রতিদিন প্রকাশিত হয় নতুন রেট: প্রসঙ্গত উল্লেখ্য যে, তেল কোম্পানিগুলি প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে। মূলত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়। তাছাড়া, সরকারি তেল কোম্পানিগুলি গ্রাহকদের বাড়িতে বসেই SMS-এর মাধ্যমে পেট্রোল ও ডিজেলের দাম চেক করার সুবিধাও প্রদান করে। এর জন্য HPCL গ্রাহকেরা ৯২২২২০১১২২ নম্বরে HPPRICE <ডিলার কোড> লিখে SMS করতে পারেন। অন্যদিকে, নিজেদের শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে ইন্ডিয়ান অয়েলের গ্রাহকদের চেক RSP<ডিলার কোড> লিখে পাঠাতে হবে ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে। অপরদিকে, BPCL গ্রাহকদের ক্ষেত্রে RSP<ডিলার কোড> লিখে ৯২২৩১১২২২২ এই নম্বরে SMS পাঠাতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর