চন্দ্রকোণায় মার খেল পিকের টিমের সদস্যরা, অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে

Bangla Hunt Desk: তৃণমূলের (All India Trinamool Congress) মধ্যে বহুবারই দেখা গিয়েছে গোষ্ঠীদ্বন্ধ। তবে এবার পিকের টিমের সদস্যদের মার খেতে হল খোদ তৃণমূলের সদস্যদের হাতে। এমনটাই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ২ ব্লক থেকে। ঘটনার জেরে আক্রান্ত প্রশান্ত কিশোরের সংস্থা IPAC-এর কর্মীরা।

ব্লক সভাপতি নির্বাচনকে ঘিরে বিক্ষোভ
অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে যায় তৃণমূলের দফতরে। মঙ্গলবার দলের পক্ষ থেকে জগজিৎ সরকারকে ব্লক সভাপতি হিসাবে নির্বাচন করা হয়। কিন্তু একদল তৃণমূল কর্মী এই নতুন ব্লক সভাপতি নির্বাচনকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে জানায়, জগজিৎ সরকারকে নয়, রামকৃষ্ণ রায়কে করতে হবে ব্লক সভাপতি।

909238 tmc flag aitc

মারধর খায় পিকের টিমের সদস্যরা
তাঁদের এই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে পড়ে যায় পিকের সংস্থার বেশ কয়েকজন কর্মী। তারা সেই সময় ওই পার্টি অফিসের মধ্যে থাকায়, তাঁদেরও হেনস্থার শিকার হয়ে হয়। বুধবার এই সংঘর্ষের মধ্যে পড়ে পিকের টিমের সদস্যদের গালি গালাজ থেকে শুরু করে মারধরও খেতে হয়েছে, এমনটাই অভিযোগ জানিয়েছে পিকের টিমের সদস্যরা।

প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের মারধরের হাত থেকে রক্ষা করতে, তৃণমূল নেতারা তাঁদের পার্টি অফিস থেকে বের করে নিরাপদে গাড়িতে তুলে দেন। জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য পিকের টিমের সদস্যদের উপর মারধরের অভিযোগ স্বীকার করেছেন। তাঁর কথায়, ব্লক সভাপতি নির্বাচন করেন রাজ্য নেতৃত্বরা। এখানে জেলার কারো কিছু বলার নেই তবে নিজেদের ঝামেলার মধ্যে পিকের সংস্থার সদস্যদের গায়ে হাত তোলা এলেবারেই ঠিক হয়নি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর