লকডাউন: ভারতের এক শহরে নর্দমায় বইয়ে দেওয়া হল হাজার লিটার বিয়ার

দিল্লি এনসিআর সংলগ্ন গুরুগ্রামে হাজার হাজার লিটার বিয়ার ড্রেনে ফেলা হচ্ছে।একেই মন্দার বাজার তার মধ্যে মদের আকাল। আর তারপর মধ্যেই বিয়ার ফেলা হচ্ছে। জানা গেছে মাইক্রো ব্রিউয়ারি বিয়ার লক ডাউনে খোলা জায়গায় নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে যে ব্যয় হবে, তার দামের চেয়ে বহুগুণ বেশি তাই এই বিয়ার বাধ্য হয়ে ফেলে দেওয়া হয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। গুরুগ্রামের আউটলেট থেকে পাঁচ হাজার লিটার বিয়ার ফেলা হয়েছে।

IMG 20200422 WA0057

তবে মাইক্রো ব্রোয়ারিজগুলিকে ১ লক্ষ লিটারেরও বেশি তাজা বিয়ার নষ্ট করতে হয়েছে। এর আগে এরকম দেখা গেছে অনেকেই মদ খেতে না পেরে অসুস্থ হয়ে গেছে আর এবার বাধ্য হয়ে ফেলতে হলো ।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে অনেক দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সময় যত এগোচ্ছে ততোই প্রকট হচ্ছে করোনা। ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ান হয়েছে।

বিয়ারগুলি তাজা রাখার জন্য এটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় । শুধুই তাই নয় নিয়মিত পর্যবেক্ষণ করাও প্রয়োজনীয়। কিন্তু, লকডাউনে দোকান বন্ধ থাকার কারণে এই কাজ করা হয়নি, ফল স্বরূপ নষ্ট হয়েছে এতো লিটার বিয়ার।

সম্পর্কিত খবর