বিজেপিকে হারাতে মহারাষ্ট্র মডেল! গোয়ায় হতে পারে TMC-NCP আর কংগ্রেসের জোট, ইঙ্গিত পাওয়ারের

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১৪ ই ফেব্রুয়ারি রয়েছে গোয়ায় বিধানসভা ভোট। সেই নির্বাচনের জন্য একদিকে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় এক চমকদার মন্তব্য করলেন শরদ পওয়ার, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হল।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পওয়ার মঙ্গলবার মুম্বাইয়ে বলেন, ‘আসন্ন গোয়া বিধানসভার ভোটে জোট বাঁধার জন্য তৃণমূল এবং কংগ্রেসের সঙ্গে কথা বলছি। বিজেপির শাসনে গোয়ার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, এবার বদলের প্রয়োজন। আমরা আমাদের দিক থেকে পছন্দের আসনের তালিকা দিয়ে রেখেছি। আগামী কয়েকদিনের মধ্যেই সবটা চূড়ান্ত হয়ে যাবে’।

congress tmc

শরদ পওয়ারের এমন মন্তব্যের পর গোয়া রাজনীতিতে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার গোয়া বিজেপিকে হারাতে কংগ্রেস, এনসিপি-র সঙ্গে জোট বাঁধতে চলেছে তৃণমূল? বাড়ছে জল্পনা।

প্রসঙ্গত, বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর থেকেই দিল্লী জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল শিবির। দেখছে, দিল্লীর মসনদ দখলের স্বপ্ন। এই পরিস্থিতিতে গোয়া, ত্রিপুরা, দিল্লীসহ একাধিক রাজ্যে নিজেদের ঘাঁটি শক্ত করতে বদ্ধ পরিকর তৃণমূল বাহিনী। সেই মর্মে চলছে প্রস্তুতিও। কখনও ছুটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আবার কখনও দলের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। আবার কখনও ছুটে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই গোয়ার রাজনৈতিক মহল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো যোগ দিয়েছেন তৃণমূলে। এছাড়াও টেনিস তারকা লিয়েন্ডার পেজ, এনসিপি বিধায়ক তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিলও হাতে তুলে নিয়েছেন তৃণমূলের পতাকা। আর তৃণমূলে যোগ দিতেই কাজও শুরু করে দিয়েছেন জোরকদম।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর