ভারতে এক রাতে রেকর্ড হারে বাড়ল করোনার থাবা, আক্রান্ত ২,৩৯৪ জন

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) করোনা ভাইরাসের(corona virus)  আক্রান্তের সংখ্যা আরও বাড়ল । সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যুর হারও। COVIED-19 এর জেরে দেশে যেন মহামারী লেগেছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  ভারতে এক রাতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে গেল ২,৩৯৪।

coronavirus testing everlywell

ওয়ার্ল্ড মিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২ শনিবার, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,২৫৭। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ১,২২৩ জনের। শুধু এক রাতেই করোনাতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

corona 21

উল্লেখ্য, শুক্রবার রাজ্য সরকারের তরফে করোনা বুলেটিন প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে (state) করোনায় সক্রিয় আক্রান্ত ৫৭২ ও মৃত ৩৩। তবে, এর মধ্যে ভালো খবর হল এক রাতে ৯৩৯ জন সুস্থও হয়ে উঠেছেন। দেশে এই মুহূর্তে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১০,০০৭। বর্তমানে ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা হল ২৬,০২৭।

corona 3 2

তবে সংখ্যার বিচারে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (United States)। এর মধ্যে আরও খারাপ খবর হল এখনও মৃত্যু মিছিলে লাগাম টানার রাস্তা খুঁজে পায়নি ট্রাম্প প্রশাসন। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১৮৮৩ জনের।

সম্পর্কিত খবর