মহারাষ্ট্রে ২ জন সাধু ও ড্রাইভারকে পিটিয়ে হত্যা, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কের মধ্যেই মহারাষ্ট্রে (Maharashtra) ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গুরুদেবের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে গ্রামবাসির হাতে মারা পড়ল দুই শিষ্য। গত ১৭ ই এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে রাতের অন্ধকারে চোর সন্দেহে ৩ জন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসি। এই হত্যার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, দিকে দিকে নিন্দার ঝড় ওঠে।

NEWWW 1

বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস সমগ্র বিশ্বে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মারণ রোগের কবলে পড়ে আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ভারতের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে করোনা আক্রান্ত এবং মৃতের খবর পাওয়া গিয়েছে। জারী করা হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। জরুরী প্রয়োজন ব্যতীত নাগরিকদের ঘর থেকে বেরোতে নিষেধ করা দেওয়া হয়েছে।

এই অবস্থায় গত ১৭ ই এপ্রিল গুরুদেবের শেষকৃত্যে যোগ দেবার জন্য গাড়ি করে রওনা দিয়েছিল ৩ ব্যক্তি। রাতের অন্ধকারে গ্রামবাসি তাঁদের চোর সন্দেহে আটক করে, মারধর করতে শুরু করে। উত্তেজিত গ্রামবাসির হাতে মার খেয়ে প্রাণ হারায় ওই তিন জন। এই হত্যার ভিডিও সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা বর্তমানে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতা সম্বিত্‍ পাত্র জানান মৃত ৩ জনের মধ্যে ২ জন ছিলেন সাধু এবং একজন ছিলেন তাঁদের গাড়ির ড্রাইভার। গুরুদেবের শেষকৃত্যে তারা যোগ দিতে যাচ্ছিলেন। এই ঘটনার জেরে এক টুইট করে, এই ঘটনার তীব্র নিন্দা করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এর পাশাপাশি নিজের টুইটার থেকে এই ঘটনার ভিডিওটিও শেয়ার করেন তিনি। এই ঘটনার জেরে লকডাউনের মধ্যেও মহারাষ্ট্রে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

corona 7

ইতিমধ্যেই এই হত্যা কাণ্ডের সাথে যুক্ত ১১০ জন গ্রামবাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে থাকা ৯ জন নাবালককে কিশোর সেল্টার হোমে রাখা হয়েছে এবং ১০১ জনকে গ্রামবাসিকে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর