নভেম্বরেই বাংলার মাটিতে পা রাখছেন শাহ – মোদি! হাজির থাকবেন মমতাও, তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : নভেম্বরের শুরুতেই অমিত শাহ (Amit Shah), আর মাসের শেষে নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গের জন্য এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিশেষ সূত্রে জানা যাচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদির দুই কর্মসূচিতে তাঁদের সঙ্গে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

জানা যাচ্ছে, অমিত শাহ ৫ নভেম্বর পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান হিসেবে একটি বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন। ওই বৈঠকে পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও। সেখানে ওই দু’জনের দেখা হওয়া ছাড়াও নীতীশ কুমারের সঙ্গেও দেখা হবে মমতার। ঠিক তার তিন দিন আগে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের সঙ্গেও তাঁর দেখা হবে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে ওয়াকিব মহলের।

জানা যাচ্ছে, এরই মধ্যে মুখ্যমন্ত্রী চেন্নাই যাবেন বাংলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের একটি আমন্ত্রণ রক্ষা করতে। মমতা ২ নভেম্বর বিকেলে চেন্নাই পৌঁছে ওই দিনই স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যেই স্ট্যালিনের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথাও হয়েছে।

অপরদিকে ‘নমামি গঙ্গে’ কর্মসূচি উপলক্ষে মোদি কলকাতায় আসবেন নভেম্বরের শেষের দিকে। দিল্লিতে মোদি-মমতা বৈঠকের পরই রাজনৈতিক মহলে বিভিন্ন রকম চর্চা শুরু হয়েছিল। তার পরে এটিই হবে তাঁদের দু’জনের মুখোমুখি প্রথম সাক্ষাৎ।

দিল্লিতে মমতার সঙ্গে মোদির যে বৈঠক হয় তা প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক সাক্ষাৎ হলেও দু’জনের একান্তেও কথা হয় বলে জানা যায়। তার পরই কংগ্রেস ও বামেরা বিজেপি-তৃণমূল ‘সেটিং’-এর তত্ত্ব সামনে নিয়ে আসে। তবে কলকাতায় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি একেবারেই সরকারি। ফলে সেখানে সরাসরি রাজনীতির কথা উঠে আসার সম্ভাবনা প্রায় নেই। তা ছাড়া এখনও পর্যন্ত তাঁদের আলাদা করে কোনও বৈঠক বা আলোচনার কথাও জানা যায়নি। ফলে রাজ্যে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সূত্র ধরে মোদির বাংলায় আগমনে নজর থাকবে সকলেরই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর