এক ফ্রেমে চার রয়েল বেঙ্গল টাইগার। শাবকদের নিয়ে সুন্দরবনে নদীর ধারে বসে থাকতে দেখা গেল বাঘিনীকে

বাংলাহান্ট ডেস্ক : দেশ বিদেশ থেকে বহু পর্যটক পাড়ি জমান সুন্দরবনে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্যতার পাশাপাশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু সব সময় যে ভাগ্যের শিকে ছেড়ে তা নয়। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও দেখা পাওয়া যায় না সুন্দরবনের বাদশাদের। এবার সম্পূর্ণ ভিন্ন রকম একটি ছবি দেখা গেল সুন্দরবন থেকে। বহুদিন পর একসাথে চার রয়েল বেঙ্গল টাইগার ধরা দিল সিঙ্গেল ফ্রেমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নদীর ধারে বসে শাবকদের নিয়ে রোদ পোয়াচ্ছেন মা বাঘিনী।

পর্যটকদের একটি জলযান সুন্দরবনের (Sunderban) ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালি জঙ্গলের কাছে গত সোমবার প্রথমে একটি রয়েল বেঙ্গলকে দেখতে পান। তারপর দেখা যায় ওই বাঘিনীর সাথে রয়েছে তার শাবক ছানারা। এরপর একই সাথে চার রয়েল বেঙ্গল টাইগার সাঁতরে পার হয় নদী। একই সাথে চার রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া সুন্দরবনের ইতিহাসে কিন্তু বেশ বিরল।

শেষ কবে একসাথে এতগুলো রয়েল বেঙ্গল টাইগারকে দেখা গিয়েছিল তা স্মরণে আসছে না বন আধিকারিকদের। পর্যটকদের সাথে থাকা গাইডরাও এই ঘটনাকে বিরল বলেই আখ্যায়িত করছেন। একই সাথে চার রয়েল বেঙ্গল টাইগার দেখাবে স্বভাবতই খুব খুশি পর্যটকরা। সুন্দরবনে যে ধীরে ধীরে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ছে এর আগেও তার প্রমাণ মিলেছে। কিছুদিন আগে পর্যটকরা সুন্দরবনের দোবাঁকি জঙ্গলে দুই বাঘের মারপিটের দৃশ্য ক্যামেরাবন্দি করেন।Sundarban RBT

এই বিষয় ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর (Field Director) তাপস দাস জানিয়েছেন, “সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজিখালির জঙ্গলে একই সাথে চারটি বাঘের দেখা মিলেছে। সাধারণত একসাথে চার রয়েল বেঙ্গল টাইগারের দর্শন বিরল। মনে হচ্ছে চারটি বাঘের মধ্যে দুটি পূর্ন বয়স্ক ও দুটি শাবক।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর