দুধ বিক্রি থেকে জোম্যাটো ডেলিভারি, স্বপ্নপূরণ করতে সংসার চালিয়েই অনলাইন ক্লাস করছে রচনা

বাংলাহান্ট ডেস্কঃ দিনের শুরুটা হয় ভোর ৪ টের সময়। বাড়ি বাড়ি দুধ দিয়ে যোগ দেয় অনলাইন ক্লাসে। তারপর পড়া শেষেই জোম্যাটো-র ব্যাগ পিঠে তুলে খাবার ডেলিভারি করতে বেরিয়ে পরা। এভাবেই একাধারে নিজের স্বপ্ন এবং অন্যদিকে পরিবারের আর্থিক সাহায্য করে চলেছেন তেলঙ্গানার (telangana) রচনা।

তেলঙ্গানার ওয়ারঙ্গল জেলার হানামকোন্ডার বাসিন্দা রচনা হোটেল ম্যানেজমেন্ট স্বপ্ন দেখেছিলেন। সেইমত সংসারের আর্থিক অনটনের মধ্যেও রচনার বাবা মা কষ্ট করে বছর ১৯- র রচনাকে হায়দরাবাদে পাঠিয়েছিলেন হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য। কিন্তু রচনার দুচোখ ভরা স্বপ্নে আঘাত দিল করোনা মহামারি।

zomato 17.05

করোনার কারণে গোটা দেশে বহু মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। সেই তালিকায় পরে, রচনার বাবার দিনমজুরের কাজও করোনা আবহে বন্ধ হয়ে যায়। অগত্যা সংসারের হাল ধরতে বাধ্য হয় ওই বছর ১৯- র মেয়ে রচনা। সঙ্গে সমান ভাবে চালিয়ে যাচ্ছে নিজের পড়াশুনাও।

ভোর ৪ টের সময় ঘুম থেকে উঠেই প্রথমে বাড়ি বাড়ি দুধ দেয় রচনা। এরপর অনলাইনে নিজের ক্লাস করেন। ক্লাস শেষ হতেই পিঠে তুলে নেয় জোম্যাটো-র খাবার ডেলিভারির ব্যাগ। সংসারের হাল ধরতে এবং নিজের স্বপ্ন বাঁচাতে রচনাই হয়ে উঠলেন হায়দরাবাদ শহরে প্রথম মহিলা ফুড ডেলিভারি এগজিকিউটিভ। দুধ বিক্রি করে এবং খাবার ডেলিভারি করে মাসে ১৫ হাজার টাকা আয় করেন রচনা, যা দিয়ে নিজের পড়াশুনার পাশপাশি ভালোভাবে তাঁদের সংসারও চলে যায়।

মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষ যে কোন বাঁধা অতিক্রম করতে পারে, রচনা আবারও তা প্রমাণ করলেন। তিনি জানিয়েছেন, ‘স্বপ্নপূরণের আমার অদম্য ইচ্ছাশক্তি ছিল। আর সেই শক্তিকে সত্যি করে তুললেই হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি হই। শিক্ষকরা সবসময় আমার পাশে ছিলেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর