বাজেট ২০২০: গত ২ বছরে যোগ নতুন ৬০ লক্ষ করদাতা, পয়লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন GST সিস্টেম

বাংলা হান্ট ডেস্কঃ  শনিবার দেশের সকল মানুষের নজর একটা বস্তুর দিকেই । সকাল ১১ থেকে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন ।  কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সংক্রান্ত ঘোষণা করে দিয়েছেন তিনি ।

869545 dilip ghosh mamata banerjee

নির্মলা জানিয়েছেন, জিএসটি-র জন্য দেশে করদাতা বেড়েছে । নতুন প্রায় ৬০ লক্ষ করদাতা তৈরি হয়েছে । জিএসটি-র ফলে কর ব্যবস্থাও অনেকটা সরল হয়েছে । দেশের আর্থিক সঙ্কটের মধ্যে আজ বাজেটে কী কী ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী তার দিকেই নজর দেশবাসীর ।

সংসদে দাঁড়িয়ে খাতা খুলে নথি পড়ার শুরুর আগে প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন নির্মলা । ২০২০-২১ অর্থবর্ষের জন্য বাজেট এমনভাবে হবে যা ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ে তুলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।  অর্থনীতির বুনিয়াদ আরো মজবুত করার জন্য উদ্যোগী ভারত সরকার ।

উল্লেখ্য গত দু-বছরে নতুন আরও ৬০ লক্ষ করদাতা তৈরি হয়েছে । সব মিলিয়ে জিএসটি আদায়ে ১৫ লক্ষ করদাতা যুক্ত হয়েছে । এছাড়া কর দেওয়ার পদ্ধতি আগের তুলনায় সরল হয়েছে । আগামী এপ্রিল থেকে  আরও সরল জিএসটি চালু হতে চলেছে । নতুন অর্থবর্ষে কর আদায়ের ব্যবস্থা্ আরও সসহজ সরল হয়ে যাবে বলে দাবি অর্থমন্ত্রীর ।

নির্মলা সীতারামণ আরও সংযোজন করেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকারের ঋণ করেছে ৩.৫ শতাংশ । বিশ্বের পঞ্চম অর্থনীতিরর দেশ ভারত । প্রত্যক্ষ বিনিয়োগ ১১৯ বিলিয়ান থেকে বেড়ে হয়েছে ২৮৪ বিলিয়ান ২০১৮-১৯ এ । অর্থাত্ আর্থিক সঙ্কট চললেও অর্থমন্ত্রীর দাবি, অর্থনীতির দিক থেকে ভারত অন্যান্য দেশের থেকে খুব বেশি পিছিয়ে নেই ।

সম্পর্কিত খবর