বিগত দু’দিনে এত টাকা দাম বাড়ল চাল, ডাল, গমের! উৎসবের মরশুমে মহার্ঘ্য তেল-আটাও

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই প্রবল মুদ্রাস্ফীতির (Inflation) রেশ কাবু করেছে সমগ্ৰ বিশ্বকে। যার জেরে প্রভাবিত হচ্ছে একাধিক দেশ। এমনকি, সেই প্রকোপ থেকে বাদ পড়েনি ভারতও। বর্তমান সময়ে দেশে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এর ফলে সরাসরি প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি, খরচ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এমতাবস্থায়, গত দু’দিনে ফের বেড়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম।

ইতিমধ্যেই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গম, আটা, চাল ও ডালের পাশাপাশি তেল, আলু এবং পেঁয়াজের দাম একলাফে ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৯ অক্টোবর চালের দাম ছিল প্রতি কেজিতে ৩৭.৬৫ টাকা। সেখানে গত মঙ্গলবার তা প্রতি কেজিতে ৩৮.০৬ টাকায় পৌঁছে যায়। শুধু তাই নয়, ইতিমধ্যেই গমের দাম প্রতি কেজিতে ৩০.০৯ টাকা থেকে বেড়ে ৩০.৯৭ টাকায় পৌঁছে গিয়েছে।

পাশাপাশি, আটার দাম ৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬.২৬ টাকা। এদিকে, আলুর দাম কেজি প্রতি ২৬.৩৬ টাকা থেকে বেড়ে ২৮.২০ টাকায় পৌঁছেছে। এছাড়াও, পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২৪.৩১ টাকা থেকে বেড়ে ২৭.২৮ টাকা হয়েছে। বেড়েছে টমেটোর দামও। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টমেটোর দাম ৪৩.১৪ টাকা থেকে বেড়ে প্রতি কেজিতে ৪৫.৯৭ টাকা হয়েছে।

এছাড়াও, ছোলার ডালের দাম প্রতি কেজি ৭১.২১ টাকা থেকে বেড়ে ৭৪ টাকা হয়েছে। অপরদিকে, অড়হড় ডালের দাম প্রতি কেজিতে ১১০ টাকা থেকে বেড়ে ১১২ টাকা হয়েছে। কলাইয়ের ডালের দাম ১০৬.৫৩ টাকা থেকে বেড়ে প্রতি কেজিতে ১০৮.৭৭ টাকা হয়েছে। এদিকে, মুগ ডালের দাম কেজি প্রতি ১০১.৫৪ টাকা থেকে বেড়ে ১০৩.৪৯ টাকা হয়েছে। মসুর ডালের দাম ৯৪.১৭ টাকা থেকে বেড়ে প্রতি কেজিতে ৯৫.৭৬ টাকা হয়েছে এবং চিনির দাম ৪১.৯২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪২.৬৬ টাকা হয়েছে।

MONEY IN HANDS

বেড়েছে ভোজ্য তেলের দামও: এদিকে, সূর্যমুখী তেলের দাম প্রতি লিটারে ১৬৩.৫২ টাকা থেকে বেড়ে ১৬৭.৫৮ টাকা হয়েছে। সোয়া তেলের দাম গত দু’দিনে আড়াই টাকারও বেশি বৃদ্ধি পেয়ে ১৪৭.২৪ টাকা থেকে ১৪৯.৫৬ টাকায় পৌঁছে গিয়েছে। এছাড়াও, বাদাম তেলের দাম প্রতি লিটারে ১৮৫.৬২ টাকা থেকে বেড়ে ১৮৯ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, বনস্পতি তেলের দাম ১৪৫ টাকা থেকে বেড়ে ১৪৭.৬৯ টাকায় গিয়ে পৌঁছেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর