মাথা থেকে কোমর পর্যন্ত চুল… জন্ম এক অনন্য শিশুর জন্ম! দেখতে ভিড় জনতার

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের হারদোই জেলার কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) অদ্ভুত এক শিশুর জন্ম দিয়েছেন এক মহিলা। তাকে দেখে বিস্মিত সরকারি হাসপাতালের চিকিৎসক ও নবজাতকের স্বজনরা। নবজাতকের পেছনের দিকে মাথা থেকে কোমর পর্যন্ত কালো চুল দেখা গেছে। চিকিৎসকদের মতে, নবজাতক শিশুটির জায়ান্ট কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস নামে একটি রোগ রয়েছে।

জায়ান্ট কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস রোগের কারণে তার মাথা থেকে কোমর পর্যন্ত চুল গজানো রয়েছে। অদ্ভুত শিশুর জন্মের খবর পেয়ে জাতীয় শিশু স্বাস্থ্য গ্যারান্টি প্রোগ্রামের দল কমিউনিটি হেলথ সেন্টারে পৌঁছে শিশুটির অসুস্থতা পরীক্ষা করে চিকিৎসার জন্য লখনউতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

শাহাবাদ উন্নয়ন ব্লকের নৌ নাংলা গ্রামের এক মহিলাকে প্রসব বেদনার পরে হারদোইয়ের বাওয়ান স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি একটি অদ্ভুত সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক শিশুটির জন্মের সাথে সাথে তার শরীরের ৬০ শতাংশ কালো দাগ দেখা যায় এবং শিশুটির মাথা থেকে কোমর পর্যন্ত চুল লক্ষ্য করা যায়।

hardoyi 2

সরকারি হাসপাতালে এই ধরনের অদ্ভুত শিশুর জন্মের পরে, RBSK টিমকে জানানো হয়েছিল। তারা শিশুটিকে শনাক্ত করে চিকিৎসার জন্য লখনউতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাওয়ান কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট, এসিএমও ডাঃ পঙ্কজ মিশ্র বলেছেন যে মঙ্গলবার একজন মহিলাকে প্রসবের জন্য ভর্তি করা হয়েছিল।

hardoyi 3

মহিলার প্রসবের পরে, প্যারামেডিক্যাল স্টাফ এবং পরিবারের সদস্যরা শিশুটির মাথা থেকে পিঠে কালো দাগ লক্ষ্য করেন, তারপরে RBSK টিমকে তথ্য দেওয়া হয়। এরপর এমও ডাঃ ইকরাম হোসেনের নেতৃত্বে দলের লোকজন হাসপাতালে পৌঁছে শিশুটিকে দেখেন, পরে তারা জানান, শিশুটির জায়ান্ট কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস নামক রোগ রয়েছে। এই রোগটি খুবই বিরল এবং এই শিশুটিকে চিকিৎসার জন্য লখনউতে পাঠানো হবে। ডাঃ ইকরাম হুসেন জানান, শিগগিরই শিশুটি রোগ থেকে সুস্থ হয়ে উঠবে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর