দেশের এই রাজ্য পেল বড় উপহার! প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্মের

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ অর্থাৎ ১২ মার্চ কর্ণাটক (Karnataka) সফরে গিয়েছেন। এই সফরে তিনি প্রায় ১৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস করবেন। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আজ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মেরও উদ্বোধন করবেন মোদী। মূলত, কর্ণাটকের হুবলি-ধারওয়াড়ে পৌঁছে সেখানকার শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের শুভসূচনা হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই।

২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে প্ল্যাটফর্ম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১,৫০৭ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, এটাই হবে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম। যা শ্রী সিদ্ধরুধা স্বামীজি হুবলি স্টেশনে নির্মিত হয়েছে। এই প্ল্যাটফর্মের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।

উল্লেখ্য যে, হুবলি রেল স্টেশন হল কর্ণাটকের অন্যতম ব্যস্ত স্টেশন। মূলত, এই স্টেশনটি হুবলিকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই এবং গোয়ার সাথে সংযুক্ত করে। এদিকে, PMO অনুসারে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী রবিবার দুপুর ১২ টা নাগাদ মান্ডিয়াতে সড়ক প্রকল্পগুলির উদ্বোধন ও শিল্যান্যাস করে বিকেল ৩.১৫ মিনিট নাগাদ হুবলি-ধারওয়াড়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন।

এদিকে চলতি বছরে এটি হল প্রধানমন্ত্রী মোদীর ষষ্ঠ কর্ণাটক সফর। পাশাপাশি, আগামী এপ্রিল-মে মাসে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী আজ বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করবেন।

প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই এক্সপ্রেসওয়েটি ৮,৪৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। শুধু তাই নয়, এর দৈর্ঘ্য হল ১১৮ কিলোমিটার। এর ফলে বেঙ্গালুরু-মহীশূরের মধ্যে ভ্রমণের সময় তিন ঘণ্টা থেকে কমে হবে মাত্র ৭৫ মিনিটে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর