ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বাঁচতে কাল মরিয়া লড়াই ভারতের।

ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ হাতছাড়া করে ফেলেছে কোহলি ব্রিগেড। হ্যামিন্টনে এবং অকল্যান্ডে পরপর দুটি ম্যাচ হারার পর কাল সিরিজের শেষ ম্যাচে মাউনগানুইতে নামছে ভারতীয় দল। কাল সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ হওয়ার থেকে বাঁচতে মরিয়া লড়াই ভারতের।

ইতিমধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই বছরের শেষের দিকে যেহেতু টিটোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তাই এখন টিটোয়েন্টি সিরিজ গুলিকেই বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে। কিন্তু মুখে যতই বলুক এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য হোয়াইটওয়াশ না হওয়া। তাই সিরিজের শেষ ম্যাচে জিততে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের টপ অর্ডারে বিশেষ নজর দিচ্ছে।

IMG 20200210 211113

এই সিরিজে ভারতের নতুন ওপেনিং জুটি সেই ভাবে সাফল্য না পাওয়ায় চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। অপরদিকে আজ নেট সেশনে অনেকটা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করলেন ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ। হয়তো সিরিজের শেষ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে তাকে। উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড দলে ফিরতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর