টিকতে পারলেন না কোহলিও! অস্ট্রেলিয়ার স্পিনারদের দাপটে চূড়ান্ত বেকায়দায় ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে আরম্ভ হয়েছে ইন্দোর টেস্ট (Indore Test)। বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় ম্যাচে অবশেষে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছেন রোহিত শর্মা। ভারতীয় দলে এই টেস্টের জন্য দুটি পরিবর্তন করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। এই সিদ্ধান্তটা অবশ্য প্রত্যাশিতই ছিল। সমর্থকদের যেটি অবাক করেছে, সেটি হলো ইন্দোর টেস্টের দল থেকে মহম্মদ শামির (Md Shami) বাদ পড়া।

অবশ্য এই সিদ্ধান্তগুলি ম্যাচের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটা পরে টের পাওয়া যাবে। আপাতত জঘন্য ব্যাটিং করে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি ভারতীয় দল। রোহিত শর্মার ভাগ্য ভালো ছিল। তাই সিরিজে প্রথমবার খেলতে নামা স্টার্কের বলে প্রথমে কট বিহাইন্ড এবং তারপর এলবিডব্লিউ হলেও আম্পায়ারের সিদ্ধান্তের কারণে বেঁচে যান তিনি। অস্ট্রেলিয়াও ভুলবশত রিভিউ না নিয়ে তাকে জীবন দান দেয়। এরপর অস্ট্রেলিয়ার পেসারদের সামনে দ্রুত গতিতেই রান তুলছিলেন গিল এবং রোহিত। কিন্তু স্পিনাররা বোলিংয়ে আসতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।

ভারতের দুই ওপেনারকে ড্রেসিংরুমে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুহেনম্যান। এরপর আসরে যোগদান করেন তারকা অফ-স্পিনার ন্যাথান লিয়ন। পুজারা এবং জাদেজাকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। এরপর নিজেদের মধ্যে ২৫ রানের একটি পার্টনারশিপ করে ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন বিরাট কোহলি এবং শ্রীকর ভারত। কিন্তু শেষপর্যন্ত লাভ হয়নি।

aus out india

 

টড মার্ফির বলে এলবিডব্লিউ হন বিরাট। ৫২ বলে ২২ রানের একটি ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলি যেভাবে আউট হয়েছেন ঠিক একইভাবে লিয়নের তৃতীয় শিকার হন ভরত। প্রথম সেশন শেষ হওয়ার পর লাঞ্চের আগে ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ৮৪। ক্রিজে রয়েছেন অক্ষর ও অশ্বিন।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর