দামামা বেজে গেল ভারত-অস্ট্রেলিয়া টেস্টের, দিনরাত্রি টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

বাংলা হান্ট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল (IPL) শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়া (Australia) সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। আর তাই আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় দল সরাসরি উড়ে যাবে অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমেই ভারতীয় দলের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। আগামী 25 থেকে 30 নভেম্বরের মধ্যে ভারতীয় দল তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ডিসেম্বর 4 থেকে 8 তারিখের মধ্যে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে, টিটোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।

india team 1

অ্যাডিলেড ওভালে গোলাপি বলের দিনরাত্রি টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে ভারত- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। 17 থেকে 21 শে ডিসেম্বরের মধ্যে অ্যাডিলেডে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম দিন রাত্রে টেস্ট। তারপর 26 থেকে 30 শে ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। তৃতীয় টেস্ট ম্যাচটি হবে সিডনিতে 7 থেকে 12 জানুয়ারি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচটি হবে 15 থেকে 19 শে জানুয়ারি।

আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে অস্বীকার করেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে এবার যেহেতু ইতিমধ্যে দেশের মাটিতে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত্রি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে তাই অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে রাজি বিরাট কোহলিরা। এটাই হবে ভারতের প্রথম বার বিদেশের মাটিতে দিনরাত্রি টেস্ট। এখন অস্ট্রেলিয়াতে প্যাট কমিন্স, মিচেল স্টার্কদের পিঙ্ক বল সামলানোয় বিরাট কোহলিদের কাছে বড় চ্যালেঞ্জ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর