ফাইনালে অনবদ্য বাংলার তিতাস! ইংল্যান্ডকে গুঁড়িয়ে অনূর্ধ্ব ১৯ মহিলা T20 বিশ্বকাপ জয় ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এলো সেই মুহূর্ত। শেফালী ভার্মার (Shafali Varma) নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল, টি-টোয়েন্টি বিশ্বকাপের (U-19 Women’s T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিলো। এই ইংল্যান্ড টুর্নামেন্টের সেমিফাইনালে খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। তাই সকলের মনে আশঙ্কা ছিল যে অস্ট্রেলিয়ার কাছে ভারত টুর্নামেন্টে এখনো অবধি একমাত্র হারের স্বাদ পেয়েছিল, তাদের হারানো ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করবে!

কিন্তু ম্যাচ শুরু হতেই সবকিছু ভারতের পক্ষে যেতে থাকে। দক্ষিণ আফ্রিকার পচফস্ট্রুমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শেফালী ভার্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেমিফাইনালে রান তাড়া করে সহজ জয় পেয়েছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা যেটুকু লড়াই করতে পেরেছিল ইংল্যান্ড সেটুকুও পারল না।

তিতাস সাঁধু ও অর্চনা দেবীর দাপটে পাওয়ার প্লে-তে মাত্র ২২ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এরপর তারা আর ওই পরিস্থিতি থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে ১৭.১ ওভারে ৬৮ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড।

india vs england

নিজের ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ টি উইকেট নিয়ে ভারতের সেরা বোলার হন বাংলার তিতাস সাঁধু। তিতাস ছাড়াও ২টি করে উইকেট নেন অহনা দেবী এবং সেমিফাইনালে ম্যাচের সেরা হওয়া প্রাসভি চোপড়া। একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ শেফালী ভার্মা এবং সোনম যাদব।

এরপর রান তারা করতে নেমে ৪ ওভারের মধ্যে ভারতের দুই ওপেনার শেফালী ভার্মা এবং শ্বেতা শেরাওয়াত ফিরে যাওয়ায় ভারত কিছুটা চাপে পড়ে যায়। শেফালী আগ্রাসী ভাবে শুরু করেও ১১ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা শ্বেতা আউট হন ৫ রান করে। এরপর পরিস্থিতি সামলে নেন সৌম‍্যা তিওয়ারি (২৪) এবং গঙ্গাদি তৃষা (২৪)। তাদের মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ হয়। শেষদিকে তৃষাকে আউট করলেও লাভ হয়নি ইংল্যান্ডের। ৬ ওভার বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৭ উইকেটে জয় পান শেফালীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর