হংকংকে হারিয়ে গ্রূপশীর্ষে থেকেই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করলো ভারত, পুস্কাসকে ছুঁলেন সুনীল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হংকং-কে কচুকাটা করে নিজেদের গ্রুপের শীর্ষে থেকেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন করলো ঈগর স্টিমাচের ভারত। ৪-০ ফলে ম্যাচ জিতলো ভারত। সুনীল ছেত্রী ছাড়াও গোলের দেখা পেলেন মনবীর সিং, ঈশান পন্ডিতা এবং আনোয়ার আলী। দুই দলই নিজেদের গ্রুপের বাকি ম্যাচগুলো জিতেছিল। যুবভারতীতে আজকের ম্যাচ ছিল গ্রুপের শীর্ষস্থান দখল করার। গোটা ম্যাচে দাপট দেখিয়েই জয় পেল ভারত।

২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল ভারতীয় ফুটবল দল। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের জন্য সুনীল ছেত্রীরা একটানা দুবার এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে। কোয়ালিফিকেশন পর্বে মোট ছটি গ্রুপের চব্বিশটি দেশের মধ্যে থেকে ১১ টি দেশ এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারতো। একটি গ্রুপের গ্রুপ তালিকার শীর্ষে থাকা দেশ এবং পাঁচটি দ্বিতীয় স্থানে থাকা দেশ এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতো। প্রথম দুটি ম্যাচ জিতেই ভারত সেই ক্যাটাগরির মধ্যে চলে এসেছিল।

সকালের খেলার যোগ্যতা অর্জন পর্বের বি গ্রুপে প্যালেস্টাইন ৪-০ ফলে হারিয়েছে ফিলিপিন্স-কে। এর ফলে ফিলিপিনস বি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলে পরিণত হয়েছে। ৩ টি ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট সংখ্যা চার এবং ডি গ্রূপে থাকা ভারত দুটি ম্যাচ খেলেই ৬ পয়েন্ট পেয়ে গিয়েছে। প্রথম দ্বিতীয় স্থানাধিকারী শীর্ষ ৫ দেশের মধ্যে ভারতের থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। কাজেই আজকে সন্ধ্যায় হংকংয়ের বিরুদ্ধে হারলেও ভারতের যোগ্যতাঅর্জন আটকে থাকতো না।

Sunil Chhetri 84

এই প্রথমবার কোচের কোচিংয়ে টানা তিনটি ম্যাচে জয়ের মুখ দেখল ভারত। প্রতিটি ম্যাচেই গোল পেলেন সুনীল ছেত্রী। আজকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন ভারত অধিনায়ক। দেশের জার্সি গায়ে এটি ছিল সুনীলের ৮৪ নম্বর গোল। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঞ্চ পুস্কাসকে ছুঁয়ে ফেললেন ভারতীয় কিংবদন্তি। তার আগে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ভারতকে এগিয়ে দিয়েছিল আনোয়ার আলী। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে এবং অতিরিক্ত সময়ে গোলের দেখা পান মনবীর সিং এবং ঈশান পন্ডিতা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর