টেস্টে সবথেকে বড় জয় ভারতের, ১-০ তে সিরিজ জিতল বিরাট বাহিনী, ৩৭২ রানে হারল নিউজিল্যান্ড

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যাশা মতোই চতুর্থ দিনেই ম্যাচ পকেটে পুরলো ভারত। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে গোটা ভারতীয় দল। কানপুরে প্রথম টেস্টে মরিয়া লড়াই করে ভারতকে জয় পেতে দেয়নি নিউজিল্যান্ড।কিন্তু দ্বিতীয় ম্যাচে চেষ্টা করেও তাদের জয় আটকাতে পারলো না কিউয়ি দল। ৩৭২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিলেন বিরাট কোহলিরা।

চতুর্থ দিন লাঞ্চের আগেই ম্যাচ শেষ করে দেন ভারতীয় বোলাররা। হেনরি নিকোলস এবং রচিন রাবীন্দ্র-রা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। তৃতীয় দিনে কিউয়ি ব্যাটিং লাইন আপের কোমর ভেঙেছিলেন অশ্বিন। এদিন লোয়ার অর্ডার-কে সাফ করলেন জয়ন্ত যাদব। অশ্বিন এবং জয়ন্ত দুজনেই নেন মোট চারটি উইকেট।

Jayant Yadav

এই সিরিজটি মাত্র দুই ম্যাচের জন্য হলেও স্মরণীয় হয়ে রইলো নানান কারণে। প্রথম ম্যাচে কিউয়িদের মারাত্মক লড়াই, শ্রেয়স আইয়ারের অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স, ফুরিয়ে আসা ঋদ্ধিমানের দুরন্ত ব্যাটিং, শ্রীকর ভরতের কিপিং, রাচিন রবীন্দ্র এবং এজাজ প্যাটেলের দুরন্ত লড়াই সবমিলিয়ে কানপুর টেস্ট হয়ে রইলো স্মরণীয়।

dolon

মুম্বাইয়ের ওয়াংখেড়ে টেস্ট আরও নানান কারণে গুরুত্ব বহন করবে। এজাজ প্যাটেলের ১০ উইকেট নিয়ে কুম্বলে এবং লেকার-কে ছোঁয়া, অশ্বিন কর্তৃক রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে দেওয়া, ময়ঙ্কের ১৫০, ভারতের দুরন্ত ভাবে সিরিজ জয় সব মিলিয়ে মুম্বাই টেস্টও থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর