বদলে যেতে পারে পৃথিবী সৃষ্টির ইতিহাস, অভিনব আবিষ্কার ভারতের

বাংলাহান্ট ডেস্কঃ পৃথিবীর (earth( ইতিহাস বদলে দিতে পারে ভারত (india)। পুনে ভিত্তিক ইন্টার -ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএ) জানিয়েছে, পৃথিবী থেকে ৯.৩ বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে আসা একটি অতিবেগুনী রশ্মির খোঁজ পেয়েছেন তারা। যা বদলে দিতে পারে পৃথিবীর সৃষ্টি ইতিহাস৷

images 90 4
Astrocat sattelite india

পুনে ভিত্তিক ইন্টার -ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএ) জানিয়েছে, ভারতের মাল্টি ওয়েভ স্যাটেলাইট অ্যাস্ট্রোস্যাট এ এই বিরল তরঙ্গ ধরা পড়েছে। এই সংস্থার একটি আন্তর্জাতিক গবেষকদল এই কৃতিত্ব অর্জন করেছে। ভারতীয় ছাড়াও এই দলে ছিলেন ফ্রান্স, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় বিজ্ঞানী কনক শাহ।

images 91 3

ভারতের মাল্টি ওয়েভ স্যাটেলাইটটিতে পাঁচটি এক্সক্লুসিভ এক্স-রে এবং দূরবীন রয়েছে। যেগুলির সাহায্যে এটি একটি শক্তিশালী আল্ট্রাভায়োলেট রশ্মির খোঁজ পেয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, AUDFS-01 নামক একটি গ্যালাক্সি, এই অতি বেগুনি রশ্মির উৎস। যেটি পৃথিবী থেকে ৯.৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে।

images 92 3

প্রসঙ্গত, এক বছরে আলো যতদূর অতিক্রম করতে পারে তাকে আলোকবর্ষ বলা হয়। এই AUDFS-01 নামক গ্যালাক্সি পৃথিবী থেকে ৯.৩ আলোকবর্ষ দূরে অর্থাৎ ৯৫ ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। ২০১৬ সালে এই রশ্মিটিকে একটানা ২৮ দিন ধরে দেখতে পাওয়া গিয়েছিল। তবে এই রশ্মি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করতে লেগে গিয়েছে ২ বছর সময়। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কার পৃথিবী সৃষ্টির ইতিহাস বদলে দিতে পারে। আর তার প্রধান কান্ডারি হবে ভারত

সম্পর্কিত খবর