শত্রুদেশের উড়বে ঘুম, ভারত লঞ্চ করল হিমগিরি যুদ্ধ জাহাজ

শত্রু দেশের ঘুম উড়িয়ে ফের একবার নতুন যুদ্ধ জাহাজ লঞ্চ করল ভারত (india)৷ এদিন হিমগিরি নামের এই যুদ্ধ জাহাজটি লঞ্চ হল কলকাতা থেকে৷ অনুষ্ঠানে উপস্থিত থেকে জাহাজটিকে লঞ্চ করলেন সিডিএস বিপিন রাওয়াত (bipin rawat)।

IMG 20201214 203359

চীনের  সাথে সামরিক উত্তেজনার মধ্যেই পূর্ব লাদাখে গত মাসে একটি বড় বক্তব্য রেখেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত । জেনারেল রাওয়াত বলেছেন, এলএসি-তে যে কোনও চীনা অপকর্মের মোকাবেলায় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত।

সোমবার কলকাতায় সমুদ্রের নৌবাহিনীর হিমগিরি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত বলেছেন যে করোনার মহামারির মাঝে আমরা আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখতে পেরেছি এবং প্রতিরক্ষা উত্পাদন লক্ষ্য অর্জন করতে পেরেছি। এটি একটি বড় অর্জন।

সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ভারত সব ধরণের পরিস্থিতিতে প্রস্তুত করে রেখেছি। তিনটি বাহিনীই দেশের জমি, জল এবং আকাশ রক্ষা করতে পুরোপুরি সক্ষম। সিডিএস রাওয়াত বলেছিলেন যে ২০১৪ সালেও ডোকলামেও একই রকম পরিস্থিতি দেখা দিয়েছে। আমরা আশা করি এবার পরিস্থিতি আগের চেয়ে খারাপ হবে না। পিএলএ পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে তবে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, ‘সমুদ্রে সামরিক প্রস্তুতি বজায় রাখাও গুরুত্বপূর্ণ’। ভারত মহাসাগরে সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছি। এই নৌযানগুলি এর মোকাবেলায় কার্যকর প্রমাণিত করবে। তিনি বলেছিলেন, স্থল ও বিমানের পাশাপাশি সমুদ্রে সামরিক প্রস্তুতি বজায় রাখাও অত্যন্ত জরুরি। আমাদের নৌবাহিনী এই কাজটি ভালভাবে করছে।

 

সম্পর্কিত খবর