শেষ ম্যাচে হেরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল ভারত।

ভারত বনাম নিউজিল্যান্ড এর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হেরে নিউজিল্যান্ডের কাছে  হোয়াইটওয়াশ হল বিরাট ব্রিগেড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। আর আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি ভারতের কাছে ছিল অত্যন্ত চ্যালেঞ্জের এবং গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচটি হেরে গেলেই হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি হতে হত ভারতকে। অবশেষে সেটাই ঘটল নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হল ভারতীয় দল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে কে এল রাহুলের শতরানের ওপর ভর করে নির্ধারিত 50 ওভারে সাত উইকেট হারিয়ে 296 রান তোলে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে পাওয়া যায় নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। এর ফলে 17 বল বাকি থাকতেই হাতে পাঁচ উইকেট রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড দল।

1594086521de1d60a9a16e17a8a2f73cdd27cb517

আর এই ম্যাচে জিতে নিজেদের ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। এই ম্যাচে ভারতের হারের অন্যতম প্রধান কারণ এই সিরিজে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শেখর ধাওয়ানের চোটের জন্য দলে ছিলেন না, অপরদিকে এই সিরিজে সেই রকম ভাবে চেনা ছন্দের ধারে কাছে পাওয়া যায় নি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়াও এই সিরিজে ভারতের পেস বোলিং লাইনআপ যথেষ্ট দুর্বল মনে হয়েছে। যে সমস্ত কারণগুলি নিউজিল্যান্ডের মাটিতে ভারতের হারের প্রধান কারণ হয়ে দাঁড়ালো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর