ফের স্বপ্নচূর্ণ! T-20 বিশ্বকাপের পর এবার এশিয়া কাপেও পাকিস্তানের কাছে হারল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। কিছুদিন আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য স্কোয়াডের ঘোষণা হয়ে গিয়েছে। সেই স্কোয়াডের থেকে নির্বাচিত দলই এই প্রতিযোগিতাটি খেলবে। বলা হচ্ছে বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতার গুরুত্ব অসীম।

আজ দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ হলেও গোটা দেশের মানুষ অপেক্ষায় ছিল এই ম্যাচের ফলাফলের। কারণ কিছুদিন আগেই বিশ্বকাপে পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক হার। ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।

আট ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। হতাশ করেন ভারত অধিনায়ক যশ ধুল। প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর হনুর সিং এর ৪৯ এবং আরাধ্য যাদবের ৫০-এর ওপর ভর করে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষদিকে রাজ্যবর্ধনের মারকাটারী ২০ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে স্কোরবোর্ডে ২৩৭ রান তোলে ভারত। পাঁচ উইকেট নেন পাকিস্তানের জিসান জমীর।

জবাবে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। ০ রানে প্রথম উইকেটটি হারায় তারা। কিন্তু এরপর তিন নম্বরে নামা মুহমদ্দ শাহজাদের ৮১ রানের ইনিংস পাকিস্তান ইনিংসকে ধরে রেখেছিল। শেষদিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় চাপ বেড়েছিল তাদের ওপর। ম্যাচ গড়ায় শেষ বলে অবধি। কিন্তু লোয়ার অর্ডারের আহমেদ খানের ১৯ বলে ২৯ রানের ইনিংস পাকিস্তানের জয় নিশ্চিত করে। শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। চার মেরে ভারতের হার নিশ্চিত করেন আহমেদ। ভারতের হয়ে ৪ টি উইকেট নিয়েছিলেন রাজনগদ বাওয়া।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর