তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা”য় কাশ্মীর ছাড়াই প্রকাশিত হল ভারতের মানচিত্র! তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ  জম্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, এটা বিশ্বের সবাই মানে এবং স্বীকৃতিও দেয়। তবে পাকিস্তান এবং তাঁর বন্ধু দেশগুলো যেমন চীন, তুরস্ক কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মানতে চায় না। আর এই কারণে পাকিস্তান বরাবরই কাশ্মীরকে নিজেদের বলে আখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্য করে আসে। পাশাপাশি তুরস্কও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সেসব মন্তব্যের সমর্থন করে। অন্যদিকে, চীনও পরোক্ষভাবে পাকিস্তানের দাবির সমর্থক।

পাকিস্তান, চীন, তুরস্করা যতবার কাশ্মীরকে ভারতের অংশ মানতে নারাজ হয়েছে এবং কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে হাওয়া গরম করার চেষ্টা করেছে, ততবারই ভারত তাঁদের যোগ্য জবাব দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে, কাশ্মীর ছাড়া ভারত অসম্পূর্ণ। বিদেশের এই কূটনৈতিক ষড়যন্ত্র তাও সহ্যনীয়, কিন্তু আমাদের দেশের অন্দরেই যদি কেউ কাশ্মীরকে ভারতের অংশ বলে মানতে নারাজ হয়, তাহলে কেমন লাগবে বলুন?

এরকমই ঘটনা ঘটে গেল এবার। প্রজাতন্ত্র দিবসের দু’দিন পর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ভারতের একটি বিতর্কিত ম্যাপ প্রকাশ করে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় কেন্দ্র সরকারের সমালোচনা করতে গিয়ে ভারতের যেই ম্যাপ প্রকাশ করেছে, সেটি অসম্পূর্ণ। সেই ম্যাপে কাশ্মীরের চিহ্ন নেই। আর সেই নিয়ে চটেছে বিরোধী দল বিজেপি।

বিজেপির ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জাগো বাংলার সম্পাদকীয়র ছবি শেয়ার করা হয়েছে, যেখানে পরিস্কার বোঝা যাচ্ছে যে, জাগো বাংলা ভারতের যেই মানচিত্র প্রকাশ করেছে, সেখানে আর সবকিছু থাকলেও কাশ্মীর নেই। এখন প্রশ্ন উঠছে এটাই যে, পাকিস্তানের মতো তৃণমূলও কী কাশ্মীরকে ভারতের অঙ্গ বলে মানে না?

বিজেপির তরফ থেকে ট্যুইট করে লেখা হয়েছে, ‘তৃণমূলের দৈনিক জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদনে ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে। টিএমসির সংবাদপত্র কি ভুলে গেছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ? নাকি এই ভুল ইচ্ছাকৃত?” বিষয়টি প্রকাশ্যে আসার পর চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর