এবার ভারতও খেলবে ফুটবল বিশ্বকাপ! FIFA-র নতুন ঘোষণায় জাগলো আশার আলো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৬ সালের বিশ্বকাপ (2026 Football World Cup) যে আজ পর্যন্ত আয়োজিত সবকটি বিশ্বকাপের থেকে আলাদা হতে চলেছে এটা আগেই জানিয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। এবার ৪৮ দল নিয়ে আয়োজিত হতে চলা বিশ্বকাপের অফিশিয়াল ফরম্যাট ঘোষণা করে দিলেন জিয়ান্নি ইনফান্তিনোরা। ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হওয়া মানে এতদিন অবধি যে কয়টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পেতো তার চেয়ে আরও ১৬ টি বেশি দেশ এবার থেকে গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নিতে পারবে। স্বাভাবিকভাবেই ভারতের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করার সুযোগটা কিছুটা হলেও বেড়েছে।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য সুযোগ ছিল ভারতের। যোগ্যতাঅর্জন পর্বে তাদের গ্রুপে আয়োজক কাতার ছাড়া কোনও শক্তিশালী দেশ ছিল না। যোগ্যতাঅর্জনের জন্য দ্বিতীয় দল হয়ে পরের পর্বে যেতে পারবে ভারত, এমনটা অনেকেই আশা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। আফগানিস্তান বাংলাদেশদের মতো প্রতিপক্ষর বিরুদ্ধেও সবকটি ম্যাচে জিততে ব্যর্থ হয়েছিল ভারত। কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটি ড্র করতে পেরেছিল সুনীল ছেত্রীরা। ভারতের মাটিতে এসে জয় পেতেও কঠিন পরিশ্রম করতে হয়েছিল গত বিশ্বকাপের আয়োজকদের।

Sunil Chhetri

তবে এবার ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এশিয়া থেকেও অংশগ্রহণের স্লট বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত পথে চলা এই ২০২৬ বিশ্বকাপে ৪৮ টি দেশকে মোট ১২ টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্ব শেষে গ্রূপের সেরা দুই দেশ এবং ৮ টি গ্রুপের তিন নম্বরে থাকা দেশ পৌছবে নক-আউট পর্বে।

২০২২ পর্যন্ত নক-আউট পর্ব শুরু হতো রাউন্ড অফ সিক্সটিন বা ‘শেষ ১৬’ পর্ব থেকে। ২০২৬ বিশ্বকাপ থেকে এই নক-আউট পর্ব শুরু হবে রাউন্ড অফ থার্টি টু বা ‘শেষ ৩২’ পর্ব থেকে। এখন পর্যন্ত বিশ্বকাপে ৬৪ টি ম্যাচ হলেও ২০২৬ বিশ্বকাপ থেকে সেই ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ।

ফিফা আরও জানিয়েছে যে, ২০২৬ সালের ২৫শে মে-এর মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা খেলোয়াড়দের ক্লাবগুলোকে ছেড়ে দিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের মতো হাইভোল্টেজ টুর্নামেন্ট হলে সেই সময়সীমা বেড়ে দাঁড়াবে ৩০ মে পর্যন্ত। মোট ৫৬ দিনের মধ্যে সবগুলো সব ম্যাচ শেষ করা হবে। ফাইনালটি আয়োজিত হবে ২০২৬ সালের জুলাই মাসের ১৯ তারিখে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর