কোহলির গুহায় হিটম্যান ম্যাজিক! রোহিতের ব্যাটে ভর করে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এটাই কি ভারতীয় দলের (Indian Cricket Team) সেরা টি-টোয়েন্টি জয়? বিরাট কোহলির আইপিএলের ঘরের মাঠ ব্যাঙ্গালোরে আফগানিস্তানে বিরুদ্ধে (India vs Afghanistan) সিরিজ তৃতীয় ও নিয়মরক্ষার ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কোচিত পারফরম্যান্স ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি রুদ্ধশ্বাস জয় উপহার দিলো।

এদিন টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ২২ রানের মধ্যে কোহলি সহ ৪ ব্যাটারকে হারালেও রোহিত-রিঙ্কুর অপরাজিত ১৯০ রানের দুর্দান্ত জুটিতে ভারতীয় দল ২১৩ রানের লক্ষ্য রেখেছিল আফগানিস্তানের সামনে। এরপর দুই আফগান ওপেনারের হাফসেঞ্চুরির সাথে মহম্মদ নবীর ১৬ বলে ৩৪ রানের পাশাপাশি গুলবদিন নাইবের ২৩ বলে ৫৫* রানের ইনিংসের সৌজন্যে খেলা গড়িয়েছিল সুপার ওভারে।

ম্যাচে শতরান করার করে সুপার ওভারেও হিট রোহিত শর্মা। তবে এখানেও একবারে মীমাংসা হয়নি আজকের ম্যাচের। দুই দফায় সুপার ওভার হওয়ার পর রবি বিশ্নইয়ের দুই বলে দুই উইকেট ভারতকেই শেষ পর্যন্ত জয় এনে দেয়। এই জয়ের মধ্যে দিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল ভারত।

প্রথম সুপার ওভার
আফগানিস্তান: ১৬/১ (মহম্মদ নবী: ৭*)
ভারত: ১৬/১ (রোহিত শর্মা: ১৩*)

২য় সুপার ওভার
ভারত: ১১/২ (রোহিত শর্মা: ১১)
আফগানিস্তান: ১/২ (রবি বিশ্নই: ২/১)

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর