স্মিথের ফের সেঞ্চুরি! ভারতের সামনে রানের পাহাড় খাড়া করল অস্ট্রেলিয়া

   

বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। আজকের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। অর্থাৎ আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের। অপরদিকে আজকের ম্যাচ জিতেই সিরিজ ফয়সালা করে ফেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত 60 রান করে মহম্মদ সামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অজি অধিনায়ক ফিঞ্চ। সেই সময় ক্রিজে আসেন স্টিভ স্মিথ। এইদিন ফের সেঞ্চুরি করলেন স্মিথ। 64 বলে 104 রানের দুর্দান্ত ইনিংস খেললেন স্মিথ।

73254335

এক নজরে দেখে নেওয়া অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড:

David Warner83(77), Aaron Finch60(69), Steven Smith104(64), Marnus Labuschagne70 (71), Glenn Maxwell63 (29), Moises Henriques2(1)

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর