আজ পাকিস্তানের বিরুদ্ধে একাদশে বড় চমক রাখছেন রোহিত! বাদ পড়বেন এই তরুণ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অপেক্ষায় অবসান। অবশেষে আজ অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচ ঘিরে নানান কারণে উত্তাপের আঁচ চড়ে রয়েছে। গত বারের বিশ্বকাপে ভারতের বিশ্ৰী হার, মাঠের বাইরের রাজনৈতিক দ্বন্দ, সব মিলিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আজকের মেগা ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ জিততে নিজেদের উজাড় করে দেবে দুই দলই

ম্যাচের আগেই দিনই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন রোহিত শর্মারা। অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন সমস্ত পরিকল্পনা তৈরি এবং তারা এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা করছেন। রোহিত শর্মার এই বক্তব্য থেকে অনেকটাই পরিষ্কার যে ভারতীয় দল ম্যাচের আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে কোন ১১ জনকে নিয়ে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। দলের প্রত্যেকের ভূমিকা কি হবে সেটাও রোহিত খুব স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটারদের সামনে।

Rohit reflects

বেশ কিছুদিন আগে থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে অনুশীলন আরম্ভ করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা যাতে তারা অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। দলে অনেকেই রয়েছেন যারা আন্তর্জাতিক পর্যায়ে এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলার সুযোগ পাননি। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। অপরদিকে গত একমাসে পাকিস্তান ও একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান এর পাশাপাশি দলের পেসাররাও রয়েছেন দুরন্ত ফর্মে। তাই আজ ভারতীয় দলের লড়াইটা একেবারেই সহজ হবে না।

সাম্প্রতিক অতীতে পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটের ফর্ম যে বিশাল খারাপ বা বিশাল ভালো এমনটা বলা যাবে না। ঘরের মাটিতে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। তারপর নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। নাসিম, শাহিন এবং হ্যারিসের ত্রিমুখী পেস আক্রমণ আজ ভারতকে সমস্যায় ফেলতে পারে। আজ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির জন্য ম্যাচের বেশ কিছুটা অংশ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে মেঘলা আবহাওয়া এই পেসারদের আরও সুবিধা করে দিতে পারে।

সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর