ছুঁতেও পারবে না চীন, পাকিস্তান! ভারতীয় সেনার হাতে এল প্রথম দেশীয় হালকা হেলিকপ্টার

বাংলাহান্ট ডেস্ক: শত্রুরা এবার ভারতের ভয়ে কাঁপবে। ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যুক্ত হয়েছে এমন কিছু ক্ষেপনাস্ত্র যার ফলে শত্রুরা ভারতে হামলা করার আগে দু’বার ভাববে। এই ক্ষেপনাস্ত্রগুলির জন্য ভারতের সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেল অনেকটাই। এই প্রতিবেদনে আপনাকে জানাবো ঠিক কোন শক্তিশালী ক্ষেপনাস্ত্র যুক্ত হল সেনায়।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হল ভারতীয় সেনাবাহিনীতে। এটি দেশের প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টার যা তৈরি হয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে। এটি অন্তর্ভুক্ত করা হয়েছে আর্মি এভিয়েশনে। এই ধরনের দ্বিতীয় হেলিকপ্টারটি পাওয়া যাবে আগামী মাসে। 

প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টারটি তৈরি করেছে হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড। তাদের তরফে এই হাল্কা হেলিকপ্টারটি সেনার এভিয়েশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এ কে সুরি-র হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুন বেঙ্গালুরুতে তাদের এলসিএইচ ইউনিট গঠন করেছিল সেনাবাহিনী। এই হেলিকপ্টারটি সেনায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এলসিএইচ-এর এই ইউনিটটি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থানান্তরিত হবে। সেনাবাহিনী মোট ৯৫টি এলসিএইচ পাবে। লাইট কমব্যাট হেলিকপ্টারের সাতটি ইউনিট পাহাড়ি এলাকায় যুদ্ধে কাজে লাগানোর জন্য মোতায়েন করা হবে।

এই হেলিকপ্টারের রয়েছে এমন কিছু বৈশিষ্ট যার ফলে খুব সহজেই শত্রুর চোখকে ফাঁকি দেওয়া যাবে। এটি সহজে শত্রুর রাডারে ধরা পড়বে না। এছাড়াও এতে থাকতে পারে ফ্রান্স থেকে আমদানি করা মিস্ট্রাল মিসাইল। এই ক্ষেপনাস্ত্রের দ্বারা আকাশ থেকেই আকাশের কোনও বস্তুকে আঘাত হানা যাবে। পাশাপাশি আকাশ থেকে মাটিতেও এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া যেতে পারে।

LCH Airforce

এই হেলিকপ্টারটির ওজন প্রায় ৬ টন। ফলে বেশি উচ্চতার জায়গায় খুব সহজেই কাজ করতে পারে এটি। হালকা ওজনের সুবিধা হল এটি উচ্চ উচ্চতা এলাকায় সম্পূর্ণ ক্ষমতায় ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র দিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। 

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনাও ৩ অক্টোবর যোধপুরে এলসিএইচ-এর প্রথম স্কোয়াড্রন তৈরি করছে। সূত্রের খবর, বিমান বাহিনীর প্রথম ইউনিটে থাকবে ১০টি এলসিএইচ। ভারতীয় বায়ুসেনায় বর্তমানে রাশিয়ার Mi-25 এবং Mi-35 অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়। এগুলি খুব পুরোনো হেলিকপ্টার।

অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলি বাহিনীতে যোগ দেওয়ার সময়েই রাশিয়ার এমআই হেলিকপ্টারগুলির একটি স্কোয়াড্রনকে ফেজ আউট করে দেওয়া হয়েছিল। Mi-35 কে বর্তমান স্কোয়াড্রনে ওভারহল করার জন্য পাঠানো হবে। এর ফলে পুরোনো অ্যাটাক হেলিকপ্টারগুলির আয়ু কয়েক বছর বেড়ে যাবে।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর