চিনের সেনাকে মারধর করা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল সেনা, দিলো বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চিনের (China) মধ্যে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চলা বিবাদের মধ্যে একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিও নিয়ে দাবি করা হচ্ছে যে। চিনের সেনা ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে তাদের মোক্ষম জবাব দেওয়া হয়। যদিও ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ওই ভিডিও ভুয়ো।

ভারতীয় সেনা জানিয়েছে যে, এই ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিও সত্য না। ওই ভিডিও দেখিয়ে উত্তরের সীমান্তে পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বর্তমানে সীমান্তের কোন অংশেই হিংসা নেই।

সেনা জানিয়েছে যে, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে প্রোটোকল অনুযায়ী সৈন্য কম্যান্ডারের মধ্যে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা জাতীয় সুরক্ষাকে প্রভাবিত করা ইস্যুকে উত্তেজনাপূর্ণ বানানোর চেষ্টাকে কড়া আপত্তি জানাই।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে, চিনের সেনা সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল। আর লাদাখ সীমান্তে মোতায়েন ভারতীয় সেনার জওয়ানরা তাদের যোগ্য জবাব দেয়। ভিডিওতে দাবি করা হচ্ছে যে, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ চিনের জওয়ানদের যোগ্য জবাব দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর