জম্মু-কাশ্মীরে চরমে জঙ্গিদমন অভিযান! ডোডায় সম্পত্তি বাজেয়াপ্ত লস্কর জঙ্গির

বাংলাহান্ট ডেস্ক : বড় পদক্ষেপ ভারতীয় সেনার। পাকিস্তানি লস্কর (LeT) জঙ্গি আবদুল রশিদের সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসন। রশিদের আর এক নাম হল জাহাঙ্গির। পলাতক এই জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে সন্ত্রাসমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ সূত্রে খবর উপত্যকার ডোডা জেলার খানপুরা গ্রামে বাস ওই জাহাঙ্গিরের। গতকাল শনিবার এই বাড়িই বাজেয়াপ্ত করা হয়।

ডোডার সিনিয়র পুলিস সুপারিটেন্ডেন্ট আবদুল কায়ূম জানান, ‘স্থানীয় জঙ্গিদের গ্রেফতার করতে সমস্ত রকম চেষ্টা করছে পুলিস।’ এদের মধ্যে অনেকেই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে দেশের শান্তি ভঙ্গ করার ষড়যন্ত্রে যুক্ত। তাদের মধ্যে অন্যতম হল জাহাঙ্গির। জানা যাচ্ছে, ১৯৯৩ সালে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয় সে। ফিরে আসে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে। তারপর থেকেই কাশ্মীরের নানা স্থানে জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হয়ে যায়। কাশ্মীরি তরুণদের ভুল বুঝিয়ে জঙ্গি দলে ঢোকানোর কাজও করত সে। এছাড়াও একাধিল জঙ্গি হামলা, ড্রোনে করে অস্ত্র পাচারের মতো নানা কাণ্ড ঘটিয়েছে রশিদ ওরফে জাহাঙ্গীর। অবশেষে প্রশাসন বাজেয়াপ্ত করল তার সমস্ত সম্পত্তি।

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই কাশ্মীর পুলিসের ডিজিপি দাবি করেন, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অনেকটাই হ্রাস পেয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে একজনও বড় জঙ্গি বেঁচে নেই। এদের ৪৪ জনকে এই বছরই নিকেশ করা হয়েছে।’ এরই সঙ্গে তিনি আরও দাবি করেন, ‘একটিমাত্র জেলা ছাড়া সব জায়গা থেকেই জঙ্গিদের নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে। অদূর ভবিষ্যতে এখান থেকেও সন্ত্রাসবাদকে খতম করা হবে।’ এই পরিস্থিতিতেই এবার বাজেয়াপ্ত করা হল জাহাঙ্গীরের সম্পত্তি।

জানা যাচ্ছে, ২০২৩ সালে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর তার জন্যই কাশ্মীরে (Kashmir) জোর কদমে জঙ্গিদমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সেই জঙ্গিদমন অভিযানের অংশ হিসাবেই গত সেপ্টেম্বর ও চলতি মাসেই বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ইন্ডিয়ান আর্মি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর