৪ জন ভারতীয় ক্রিকেটার যারা ৮০ থেকে ১০০-এর মধ্যে আউট হয়েছেন সবচেয়ে বেশিবার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দেশের জার্সিতে শতরান করে উদযাপন করা সমস্ত ক্রিকেটারদেরই স্বপ্ন। অনেকেই জাতীয় দলে সুযোগ পাওয়ার পর একাধিকবার এই কীর্তিটা করে থাকেন। কিন্তু যখন একজন ক্রিকেটার ধীরে ধীরে শতরানের কাছে পৌঁছান তখন তিনি ওই মাইলফলকের চাপটা টের পেতে থাকেন। ফলত অনেকেই কাছাকাছি এসেও শতরান পেতে ব্যর্থ হন ওই চাপের কারণে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন ৪ ভারতীয় ক্রিকেটারের সম্পর্কে জেনে নেব যারা সবচেয়ে বেশিবার ব্যাটিংয়ের সময় ৮০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন।

kohli wtc

৪. বিরাট কোহলি: বর্তমান প্রজন্মের সেরা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ১০০ আন্তর্জাতিক শতকের অনেক কাছাকাছি হতেন, যদি না তিনি ২২ বার ৮০ থেকে ১০০ রানের মধ্যে আউট হতেন। তা সত্ত্বেও এই মুহূর্তে তার আন্তর্জাতিক শতক সংখ্যা ৭৬।

Sachin Tendulkar,Sourav Ganguly,Rahul Dravid,Virat Kohli,Indian Cricket Team,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

৩. সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় দলের প্রাক্তন ও শ্রেষ্ঠ অধিনায়কও এই তালিকায় আছেন। তিনিও বহুবার শতরানের কাছাকাছি এসে সেই মাইফলক হাতছাড়া করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ৩৮টি শতরান রয়েছে। আর মোট ২৯ বার তিনি ৮০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন।

dravid test

২. রাহুল দ্রাবিড়: বর্তমান ভারতীয় দলের কোচ এবং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা টেস্ট ব্যাটার রাহুল দ্রাবিড় এই তালিকায় দ্বিতীয় স্থানে। নিজের গোটা কেরিয়ারে মোট ৩১ বার ৮০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ৪৮ টি শতরান রয়েছে।

Sachin Tendulkar,Sourav Ganguly,Rahul Dravid,Virat Kohli,Indian Cricket Team,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

১. সচিন টেন্ডুলকার: সবচেয়ে বেশি শতরান করার পাশাপাশি সবচেয়ে বেশিবার শতরানের কাছাকাছি পৌঁছে শতরান হাতছাড়া করার তালিকাতেও তিনি শীর্ষস্থানে আছেন। মোট ৫১ বার তিনি ৮০ থেকে ১০০ রানের মধ্যে আউট হয়েছেন। অর্থাৎ স্নায়ু আরও ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তার নামের পাশে ১০০-র থেকেও বেশি শতরান থাকতো।