পাত্তা পাবে না করিনা, ক্যাটরিনারা! এই বলি অভিনেত্রীকে নিয়ে বলিউডে তৈরি হবে ১৪০০ কোটির ছবি

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি ভালোরকম চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কিছুদিন আগেই ব্লকব্লাস্টার হিট হয়েছে তার ছবি পাঠান (Pathan)। গোটা বিশ্বজুড়েই ধামাকা করেছে ছবিটি। আর তারপরেই সামনে এসেছে অভিনেত্রীর নতুন ছবি ‘ফাইটার’র (Fighter) লুক। খুব শীঘ্রই পাইলট মিনির চরিত্রে পর্দায় ফিরছেন দীপিকা‌।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন হলেন প্রথম এবং একমাত্র ভারতীয় অভিনেত্রী যার ছবি ১৪০০ কোটির গন্ডি ছুঁয়েছে। এবং ভবিষ্যতে আরও একাধিক ছবির অফার রয়েছে মাস্তানির হাতে যা এর চেয়েও বড় রেকর্ড গড়তে পারে। আর মজার ব্যাপার হল এর প্রায় প্রতিটি ছবিই অ্যাকশন ঘরানার। চলুন দেখে নিই সেইসব ছবির লিস্ট।

   

ফাইটার (Fighter) : আগামী ২০২৪ সালে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ফাইটার‌। ছবিতে ফাইটার পাইলট মিনির চরিত্রে দেখা যাবে। ছবির বাজেট প্রায় ২৫০ কোটি টাকা বলে খবর। এছাড়াও ‘জওয়ান’ ছবিতেও একটি চরিত্রে দেখা যেতে পারে তাকে।

hrithik roshan deepika padukone to star in siddharth anands fighter 001

2898 AD : এছাড়াও 2898 AD নামক একটি ছবির কথা চলছে। সূত্রের খবর, প্রায় ৫০০ কোটি বাজেটের এই ছবি একাধিক নামিদামি তারকাকে কাস্ট করা হতে পারে। এছাড়াও ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় পর্বে দেখা যাবে দীপিকাকে।

kalki cover 2 1fzu

সিংঘম 3 (Singham 3) : সূত্রের খবর, সিংঘম 3 তে কাস্ট করা হবে দীপিকা। ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। আপাতত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ছবির জন্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর