৩ বার দেশে আসবে অস্ট্রেলিয়া, ২টি ICC প্রতিযোগিতা সহ ২০২৩-এ ২ বার বিদেশ সফরে যাবে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ সালটা ব্যস্ততায় ভরা হতে চলেছে ভারতীয় দলের (Team India) জন্য। বছরের প্রথম দিকে ঘরের মাটিতে একাধিক সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। তারপর আইপিএল (IPL 2023) শেষ হলে জুন মাস থেকে বিরাট কোহলিদের (Virat Kohli) বেশ কয়েকটি সফরে যেতে হবে। যদিও ২০২৩ এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তান যাবে কিনা ভারতীয় দল সেই নিয়ে এখনো বড় রকমের সন্দেহ রয়েছে। তারপরে দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023) খেলবে ভারতীয় দল। বছরটা বিরাট কোহলিরা দেশের মাটিতে নয়, বিদেশ সফর দিয়েই শেষ করবেন। একঝলকে দেখে নেওয়া যাক প্রতি মাসে ভারতীয় দলের ব্যস্ত সূচি গুলি:

জানুয়ারি: প্রথমে শ্রীলঙ্কা এবং তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। গোটা মাস জুড়ে ভারতীয় দলকে মাঠে দেখতে পাওয়া যাবে।

ফেব্রুয়ারি: আহমেদাবাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ভারত। এরপর অজিতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দুটি ম্যাচ রয়েছে এই মাসে।

মার্চ: অজিদের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচ খেলা হবে মার্চ মাসে। তারপর স্টিভ স্মিথদের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল।

এপ্রিল – মে: মার্চ মাসের শেষ থেকেই শুরু হওয়া আইপিএল চলবে গোটা এপ্রিল এবং মে মাসের শুরুর দিকটা। ফলে এই সময়টা ভারতীয় দলকে কোনও সিরিজে অংশগ্রহণ করতে দেখা যাবে না।

জুন: মার্চ ও ফেব্রুয়ারি মাস জুড়ে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এ ভারতীয় দল যদি জয় পায় তাহলে এই সময়টা ভারতীয় দল ব্যস্ত থাকবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে। ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারলে অস্ট্রেলিয়াই তাদের প্রতিপক্ষ হবে।

জুলাই-আগস্ট: জুলাই মাসের শেষ দিক থেকে আগস্টের একটা বড় সময় অবধি ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে ভারতীয় দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

সেপ্টেম্বর: এই সময় এশিয়া কাপ খেলবে ভারত ও এশিয়ার অন্যান্য দেশগুলি। যদিও ভারত বলে দিয়েছে যে তারা পাকিস্তানের মাটিতে পা রাখবে না এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্য কোথাও টুর্নামেন্টে আয়োজন করতে রাজি নয়। তাই এই প্রতিযোগিতা নিয়ে এখনো বেশ কিছুটা জটিলতা রয়েছে।

Aus Team India

অক্টোবর: ওডিআই বিশ্বকাপের আগে ফের একবার ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলবে তারা।

নভেম্বর: অক্টোবরের শেষ দিক থেকেই ভারতের মাটিতে আরম্ভ হওয়া ওডিআই বিশ্বকাপ চলবে নভেম্বর মাসের মাঝামাঝি অবধি। ঘরের মাটিতে আরও একবার এই প্রতিযোগিতাটি জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে থাকবে রোহিত শর্মার ভারত।

ডিসেম্বর: নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া ফের একবার ভারতে আসবে। বছরের সেই শেষ ভারত শহরে তারা পাঁচ বছর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের বিরুদ্ধে। তারপর মৎসরান্তে ভারতীয় দল উড়ে যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর