অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিনব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল।

ক্রিকেটে রান তাড়া করে জেতা খুব একটা সহজ নয়। অনেক বড় বড় ক্রিকেটার মনে করেন রান তাড়া করে জেতা অন্যতম কঠিন কাজ ক্রিকেটে। কিন্তু ভারতীয় ক্রিকেট দল আবার রান তাড়া করে জিততেই দক্ষ। প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষ কে সেই রানের গন্ডির মধ্যে থামিয়ে রাখার ক্ষেত্রে ভারতীয় দলের কিছুটা হলেও দুর্বলতা রয়েছে।

আর এই সব কথা মাথায় রেখেই সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নানা রকম পরিক্ষা নিরীক্ষা করে নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে হারতে হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল কে। আর তারপরেই সিরিজ বাঁচানোর জন্য চাপে পড়ে গিয়েছিল ভারত।

Indian team 2 1024x683

তারপরে রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরফলে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া 154 রানের টার্গেট পূরণ করতে নেমে সহজেই সেই রান চেস করে দেয় ভারতীয় দল। এর ফলে একদিকে যেমন সিরিজে সমতা ফিরলো তেমনই আরও একটি নতুন রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল।

রাজকোটে এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির গড়ল ভারতীয় ক্রিকেট দল। ভারত রান তাড়া করতে গিয়ে 61 টি ম্যাচের মধ্যে 41 টি ম্যাচ জিতে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, রান তাড়া করে 69 ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 40 টি ম্যাচ। অপরদিকে 67 টি ম্যাচের মধ্যে মাত্র 36 টি ম্যাচ জিতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর