ভারতীয় ডাক্তাররা যেন ভগবান, বাঁচিয়ে তুললেন ১৪ জন করোনা আক্রান্তকে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona) গ্রাস করেছে সারা বিশ্বকে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) নামও। এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।

corona virus 4

মন্দির ও মসজিদ এবং অন্যান ধর্মীয় প্রতিষ্ঠান গুলিতে ভিড় এড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিভিন্ন সচেতনতা মূলক বার্তাও প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। তার পরেই আছে কেরল ২৪ জন, উত্তরপ্রদেশ ১৪ জন ও কর্ণাটকে ১১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। দিল্লিতেও আক্রান্ত হয়েছে ৮ জন।

Coronavirus bats cave collection 1280x720

তার মধ্যে কর্ণাটক ও দিল্লিতে ১ জন করে মারা গেছে। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর ভারতবাসীদের জন্য। ভারতে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সেরে উঠেছেন। হাসপাতাল থেকে ছেরেও দেওয়া হয়েছে তাদের। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকেরা।

পঞ্জাব(Punjab) সরকার আজ থেকে শপিং মল, কিষাণ মান্ডি ও মিউজিয়াম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ধর্মীয় সংগঠনগুলিকেও বলা হয়েছে, তাদের আয়োজন ও কার্যক্রম স্থগিত রাখতে। বিয়ের জন্য যে সব বাড়ি ভাড়া দেওয়া হয়, সেগুলির মালিকদের বলা হয়েছে, পার্টিতে ৫০-এর বেশি লোক থাকতে পারবেন না।

সম্পর্কিত খবর